Barak UpdatesBreaking News

১০ টাকার কয়েন নিতে আপত্তি, শিলচরে শপিংমলের বিরুদ্ধে মামলা ক্রেতার
Customer lodges FIR against a shopping mall at Silchar for not accepting Rs.10 coins

১১ জুলাই : শপিংমল থেকে সামগ্রী নিয়ে ক্রেতা দশ টাকার কয়েন দিলে কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করায় এ নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল শিলচরে। প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা এবং শেষে ঘটনা প্রবাহে ম্যাজিস্ট্রেট পর্যন্ত এসে হাজির হলেন মলে। শেষে মামলা গড়াল থানায়।

বৃহস্পতিবার শিলচর শহরের দেবদূত পয়েন্টে থাকা একটি শপিংমলে জনৈক রানু দাস নামের এক ক্রেতা ২৪৯ টাকার একটি শার্ট কেনেন। এরপর ক্যাশ কাউন্টারে তিনি দুটি একশ টাকার নোট ও ৫টি ১০ টাকার কয়েন দেন। কিন্তু কাউন্টারে থাকা ব্যক্তি কয়েনগুলো নিতে অস্বীকার করেন। এতেই শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। খবর পেয়ে মলে ছুটে আসেন রাইডিং স্কোয়াড ও মানবাধিকার রক্ষা সমিতির কর্মকর্তারা। বেশ কিছুক্ষণ আলোচনার পরও যখন সমাধান সূত্র বের হলো না, তখন বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয় জেলাশাসককে। এরপরই জেলাশাসকের নির্দেশে সেখানে এক ম্যাজিস্ট্রেট এসে হাজির হন। তিনি পুরো ঘটনা সম্পর্কে জেনে শপিংমল কর্তৃপক্ষকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশানুসারে ১০ টাকার কয়েন নেওয়া বাধ্যতামূলক বলে জানান। এরপরই ওই ক্রেতা এ নিয়ে শপিংমল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, শিলচরে ১০ টাকার কয়েন নিয়ে গত কিছুদিন থেকেই ক্রেতা-বিক্রেতা মহলে এক অনীহা চলছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বার বার ১০ টাকার কয়েনকে বৈধ বলার পরও একটি বড় অংশ এই কয়েন নিতে রাজি হন না। এতে কার্যত ১০ টাকার কয়েনগুলো শিলচরে প্রায় অচল হয়ে রয়েছে। অথচ পার্শ্ববর্তী ত্রিপুরায়ও ১০ টাকার কয়েন দিব্যি চলছে। তবে ১০ টাকার কয়েন না নেওয়ায় কোনও ক্রেতার পক্ষ থেকে থানায় মামলা সম্ভবত শিলচরে এই প্রথম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker