India & World UpdatesBreaking News

লকডাউন ঠিকঠাক মানা হচ্ছে না কিছু রাজ্যে, উদ্বিগ্ন কেন্দ্র
Centre expressed anguish for disobeying lockdown in few states

20 এপ্রিলঃ কিছু রাজ্যে লকডাউন বিধি ভাঙার খবর পাওয়া যাচ্ছে। এ থেকে গুরুতর স্বাস্থ্য বিপত্তি ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে সতর্ক করা হয়েছে, ”খবর আসছে, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, শহর এলাকায় যানবাহনও চলাচল করছে। কিন্তু লকডাউন ঠিকঠাক পালন করা না হলে করোনার ঝুঁকি রয়েছে।’’ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইট করে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের করোনা সংক্রমিত এলাকার নাম বিশেষ ভাবে উল্লেখ করেছেন।

লেখা হয়েছে, ‘‘বিশেষ করে  ইন্দোর (মধ্যপ্রদেশ), মুম্বই ও পুণে (মহারাষ্ট্র), জয়পুর (রাজস্থান) এবং কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে (পশ্চিমবঙ্গ) পরিস্থিতি গুরুতর।’’ এ নিয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ফের এক বার কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রবিবার এক চিঠিতে জানিয়েছেন, কিছু রাজ্য নিজের মতো করে ‘অত্যাবশ্যকীয়’ কাজকর্মের তালিকা তৈরি করছে এবং বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিচ্ছে। এটা কোনও ভাবেই হতে দেওয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker