NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
নিজামুদ্দিনের লোকদের খুঁজে বের করতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ কেন্দ্রেরCentre direct states to find out Nizamuddin Markaz returned persons
১ এপ্রিল : দিল্লির নিজামুদ্দিন মর্কজ মসজিদে অনুষ্ঠানে অংশ নেওয়া তবলিগ-ই-জামাতের সদস্যদের থেকে বাকি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কেন্দ্র সরকার। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা জামাতের সদস্যদের খুঁজে বের করতে প্রত্যেক রাজ্য সরকারকেও নির্দেশ কেন্দ্র। কারণ, ইতিমধ্যে হাসপাতালে ভর্তি ৪৪১ জনের মধ্যে ১২৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। যা দেশের জন্য সঠিক অর্থেই শঙ্কার বিষয়।
নির্দেশে আরও বলা হয়েছে, তবলিগ-ই-জামাতের কোনও বিদেশি সদস্যের খোঁজ পেলেই, যাতে স্ক্রিনিং করা হয়। ভর্তি করা হয় হাসপাতালে। তাছাড়া বিমানে করে যাতে কোনও করোনা আক্রান্ত পালাতে না পারেন সেদিকেও কড়া নজর রাখতে জারি হয়েছে ফরমান। রাজ্যের পুলিশ প্রধান সহ মুখ্য সচিবদের এক চিঠির মাধ্যমে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ অমান্য করেই নিজামুদ্দিনে হয়েছিল এই বড় ধর্মীয় সমাবেশ। যেখানে ৮২২ বিদেশি ছিলেন। যারা বিভিন্ন রাজ্য ঘুরে বেড়িয়েছেন। ফলে শত সতর্কতার পরও ভাইরাস আতঙ্ক বাড়ছে দেশজুড়ে।