India & World UpdatesBreaking News
দেশের ৫ শহরে যোগ দিবসের জাতীয় কার্যসূচি, সিদ্ধান্ত কেন্দ্রেরCentre decides to hold national programme in 5 states on the occasion of Yoga Day
৩ জুন : আন্তর্জাতিক যুব দিবসের জাতীয় কার্যসূচির জন্য দেশের পাঁচটি শহরকে বাছাই করেছে কেন্দ্র সরকার। এই পাঁচটি শহর হচ্ছে দিল্লি, সিমলা, রাঁচি, আহমেদাবাদ এবং মহীশূর। দ্বিতীয়বার কার্যভার গ্রহণ করার পর এটি হচ্ছে নরেন্দ্র মোদি সরকারের প্রথম বড় ধরনের প্রকাশ্য কার্যসূচি।
সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শহরগুলির নাম পাঠানোর পর কার্যালয় আগামী ২১ জুন অনুষ্ঠেয় যুব দিবসের প্রধান অনুষ্ঠানগুলোর স্থান নির্বাচন করে। রাজধানী দিল্লিতে এ বার দ্বিতীয়বারের জন্য যোগ দিবসের মূল কার্যসূচি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে যোগ দিবসের আগে মোরারজি দেশাই জাতীয় যোগ প্রতিষ্ঠান দিল্লিতে শনিবার থেকে দু দিনের কার্যসূচির মাধ্যমে যোগ মহোৎসবের আয়োজন করে। যোগ-এর সঙ্গে জড়িত প্রায় ১০ হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন। এই মহোৎসবে অংশগ্রহণ করে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস গণ আন্দোলনে পরিণত হয়েছে। তিনি এই দিনকে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য আন্দোলন বলে উল্লেখ করেছেন।
মন্ত্রী আরও জানিয়েছেন, এ বছর যোগ দিবসে প্রথমবারের মতো ভারতীয় যোগ প্রশিক্ষকরা ব্রিটেনের সংসদের সদস্যদের যোগের প্রশিক্ষণ দেবেন। প্রসঙ্গত, ২০১৪ সালে রাষ্ট্রসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল।