৩ এপ্রিল: আক্রান্তদের সংখ্যা হঠাৎ বৃদ্ধির জন্য জনগোষ্ঠীতে ওই সংক্রমণ ছড়িয়েছে কি না, তা দেখতে করোনা সংক্রমণ পরীক্ষা নীতি বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। যে এলাকাগুলিতে আক্রান্ত বেশি পাওয়া যাচ্ছে সেখানে যাকে-তাকে বেছে নিয়ে করোনা পরীক্ষা করা হবে। করোনা সংক্রমণের বেশি সম্ভাবনা রয়েছে এ ধরনের প্রায় ৪২টি স্থান চিহ্নিত করা হয়েছে।কেন্দ্রের মতে, কিছু এলাকায় আক্রান্তদের মাধ্যমে একাধিক স্থানীয় সংক্রমণের ঘটনা পাওয়া গিয়েছে। সেই সব এলাকা চিহ্নিত করে বাসিন্দাদের দ্রুত পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বার্তাতেও আরও বেশি করে পরীক্ষার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রকও লকডাউন নীতি কড়াভাবে মেনে চলার প্রশ্নে ফের রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। যাঁরা নির্দেশ মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও বলা হয়েছে৷