Barak UpdatesBreaking News

বরাকে ভিজিল্যান্স ইউনিট, মন্ত্রকের অনুমোদনের অপেক্ষা
Vigilance unit to be set up in Barak Valley

২৩ জুনঃ বরাক উপত্যকার জন্য পৃথক ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপসন ইউনিট চেয়েছেন বিভাগীয় কর্তারা। ফাইল গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকে। এখন সেখান থেকে সবুজ সংকেত মিললেই প্রক্রিয়াগত কাজকর্ম শুরু হবে।

আসাম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপসন শাখার এসপি প্রণবজ্যোতি গোস্বামী শিলচরে এসে ওয়েটুবরাক-কে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, বরাক উপত্যকায় আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ প্রায়ই শোনা যায়। কিন্তু গুয়াহাটি থেকে সে-সব ঠিকঠাক তদন্ত করা মুশকিল হয়ে দাঁড়ায়। তাই তাঁরা এই উপত্যকার জন্য আসাম পুলিশের পৃথক একটি ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপসন ইউনিট খোলার প্রস্তাব দিয়েছেন। আগেও একই ধরনের একটি প্রস্তাব গিয়েছিল। তাতে একজন ডিএসপি এবং দুইজন ইন্সপেক্টর থাকার কথা বলা হয়েছিল। এখন সেই প্রস্তাবটিতেই সামান্য পরিবর্তন এনে ফের ফাইল পাঠানো হয়েছে মন্ত্রকে। তাঁরা বরাকের জন্য স্বয়ংসম্পূর্ণ একটি ইউনিট চেয়েছেন। একজন এসপি থাকবেন, দুইজন ডিএসপি, চারজন ইন্সপেক্টর রাখারও কথা বলেছেন তাঁরা।

প্রণববাবু আশাবাদী, শীঘ্র সদর্থক সাড়া মিলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker