India & World UpdatesBreaking News

উচ্চবর্ণে সংরক্ষণ, সুপ্রিম কোর্টে মামলা
Case filed in supreme Court against Upper caste reservation

১০ জানুয়ারিঃ রাষ্ট্রপতির সই বাকি। তার পরেই তা আইনে পরিণত হবে। এর আগেই উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিলের বিরুদ্ধে  সুপ্রিম কোর্টে জনস্বার্থ সম্পর্কীত মামলা হল। মামলাটি করেছে ইয়ুথ ফর কোয়ালিটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার বিলটি লোকসভায় পাশ হয়। বুধবার উতরে যায় রাজ্যসভাতেও।

ইয়ুথ ফর কোয়ালিটির দাবি, বিলটি সুপ্রিম কোর্টের দুটি রায়ের পরিপন্থী। এক রায়ে বলা হয়েছিল, সংরক্ষণের জন্য আর্থিক অবস্থা একমাত্র মাপকাঠি হতে পারে না। অন্য একটি মামলায়ও রায় রয়েছে, সব শ্রেণি মিলিয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হবে না। নয়া সংরক্ষণ বিল এই দুই রায়েরই পরিপন্থী। আর তাতে সংরক্ষণ সংক্রান্ত সাংবিধানিক কাঠামোই ভেঙে পড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তাঁরা।

January 10: The Constitution (124th Amendment) Bill 2019 to provide 10 per cent reservation in jobs and educational institutions to economically backward section in the general category was passed both by the Lok Sabha and the Rajya Sabha. It will become an act after receiving the assent of the President. However, before that, a Public Interest Litigation (PIL) was filed in the Supreme Court on Thursday. The PIL was filed by an organisation, named, Youth For Quality.

Youth For Quality has stated that the Bill is against two judgements of the Supreme Court. In one of the judgement, it was stated by the apex court that economic background cannot be the only criteria for granting reservation. In another judgement, it was stated by the apex court that in total the reservation cannot exceed a total of 50 percent. The new upper caste reservation bill goes against both these two judgements of the apex court. Youth For Quality asserted that this Bill will definitely go against the basic structure of the constitution.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker