India & World UpdatesBreaking News
উচ্চবর্ণে সংরক্ষণ, সুপ্রিম কোর্টে মামলাCase filed in supreme Court against Upper caste reservation
ইয়ুথ ফর কোয়ালিটির দাবি, বিলটি সুপ্রিম কোর্টের দুটি রায়ের পরিপন্থী। এক রায়ে বলা হয়েছিল, সংরক্ষণের জন্য আর্থিক অবস্থা একমাত্র মাপকাঠি হতে পারে না। অন্য একটি মামলায়ও রায় রয়েছে, সব শ্রেণি মিলিয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হবে না। নয়া সংরক্ষণ বিল এই দুই রায়েরই পরিপন্থী। আর তাতে সংরক্ষণ সংক্রান্ত সাংবিধানিক কাঠামোই ভেঙে পড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তাঁরা।
Youth For Quality has stated that the Bill is against two judgements of the Supreme Court. In one of the judgement, it was stated by the apex court that economic background cannot be the only criteria for granting reservation. In another judgement, it was stated by the apex court that in total the reservation cannot exceed a total of 50 percent. The new upper caste reservation bill goes against both these two judgements of the apex court. Youth For Quality asserted that this Bill will definitely go against the basic structure of the constitution.