Barak UpdatesBreaking News
এ বার সংঘবদ্ধ লড়াইয়ে কাগজ কল বাঁচাতে মাঠে যৌথ মঞ্চCall for an united struggle for revival of Paper Mill given from Mass Convention at Silchar
২০ মে : পাঁচগ্রাম কাগজ কলকে বাঁচাতে এ বার গণ আন্দোলনের পথেই পা বাড়াচ্ছেন বরাকের বুদ্ধিজীবি থেকে সাধারণ মানুষ। সোমবার শিলচর গান্ধীভবনে কাগজকল বাঁচাও যৌথ মঞ্চের উদ্যোগে আয়োজিত গণ কনভেনশনে উপস্থিত সবাই আওয়াজ তোলেন, কেন্দ্রের নতুন সরকার যেন কাগজ কলের পুনরুজ্জীবনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। যৌথ মঞ্চের আহ্বানে এ দিন কনভেনশনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
টানা তিন ঘণ্টা ধরে চলা এই কনভেনশনের শুরুতে প্রস্তাব পাঠ করেন সুপ্রিয় ভট্টাচার্য। এরপর এই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন বিভিন্ন বক্তা। কনভেনশনেই আওয়াজ ওঠে, যেকোনও মূল্যে পাঁচগ্রাম ও জাগীরোড এর দুটি কাগজ কলকে পুনরুজ্জীবিত করতে হবে। কাগজ কলের শ্রমিক ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, বিমার টাকা ইত্যাদি জমা দিতে হবে। সেইসঙ্গে কাগজ কলে যেসব স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক-কর্মচারী রয়েছেন, তাদের বকেয়া বেতন সুনিশ্চিত করতে হবে।
এদিকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী ২৯ মে কাগজ কলের প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠানো হবে। এই যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, যেহেতু লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর খুব কম দিনের মধ্যেই নতুন সরকার আসবে, ফলে যে রাজনৈতিক দলের সরকারই আসুক না কেন, কাগজ কলটি পুনরুজ্জীবিত করতে সেই নতুন সরকারের কাছে আবেদন জানানো হবে।
এ দিন কনভেনশনে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, বরাক বঙ্গের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সৌরিন্দ্র কুমার ভট্টাচার্য, এইচপিসি রিভাইভেল অ্যাকশন কমিটির আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের প্রাক্তন সভাপতি আশিস ভৌমিক, শুভপ্রসাদ নন্দিমজুমদার, অধ্যাপক রমাপ্রসাদ বিশ্বাস প্রমুখ।