Barak UpdatesBreaking News
এইচআইভি: কামরূপের পরই কাছাড়Cachar ranks 2nd in HIV cases after Kamrup
১৯ আগস্ট: কাছাড় জেলায় এইচআইভি আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে । বর্তমানে রাজ্যের জেলাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে। কামরূপ প্রথম। আন্তর্জাতিক যুব দিবসের এক অনুষ্ঠানে এই তথ্য দিয়েছেন জেলাশাসক এল মাদ্দুরি এবং এইডস কন্ট্রোল সোসাইটির সহকারী সঞ্চালক রাজীব শর্মা । তাঁরা জানান, আরও দুশ্চিন্তার কথা, আক্রান্তদের অধিকাংশ যুব সম্প্রদায়ের ।
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হলেও সেদিন ইদ থাকার দরুন অসমের রাজ্য পর্যায়ের অনুষ্ঠানটি সোমবার শিলচরে অনুষ্ঠিত হয় । তাতে বক্তব্য রাখতে গিয়ে বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, উদ্বেগের মাত্রা বেড়েই চলেছে । যুবসমাজকে সঠিক পথে পরিচালনার জন্য অভিভাবকদের সব সময় সচেতন থাকতে হবে। আগে থেকে সতর্ক না থাকলে অশুভ শক্তি ছেলেমেয়েদের যে কোনও সময় ফাঁদে ফেলে দেবে।
তিনি উপস্থিত স্কুল কলেজের ছাত্রদের চরিত্রবান হয়ে ওঠার পরামর্শ দেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক ডা সুদীপজ্যোতি দাস। ওএসডি জয়ন্ত বরাও মূল্যবান মতামত দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়, অজিত ভট্টাচার্য, প্রসেনজিৎ ঘোষ প্রমুখ।