Barak UpdatesBreaking News

দায়িত্ব নিলেন লায়া মাদ্দুরি
Laya Madduri takes charge as DC Cachar

১৮ জানুয়ারিঃ দায়িত্ব নিলেন কাছাড়ের নতুন জেলাশাসক লায়া মাদ্দুরি। মুহূর্তে  প্রাক্তন হয়ে গেলেন ডা. এস লক্ষ্মণন। বেলা তিনটায় দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও নতুন জেলাশাসক দফতরে ঢোকেন সন্ধ্যার পরে। সোজা জেলাশাসকের অফিস চেম্বারে। সেখানেই আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর হয়।

Rananuj
Pic Credit:Eagle

নিজে সরে গিয়ে লায়াকে জেলাশাসকের চেয়ারে বসান লক্ষ্মণন। পরে দুজনে বেরিয়ে যান কনফারেন্স হলে। অপেক্ষমান সাংবাদিক, চিত্র সাংবাদিকদের সামনে গিয়ে সংক্ষিপ্ত পরিচয় পর্ব। লক্ষ্মণন জানান, শনিবার সকালেই তিনি বেরিয়ে পড়বেন শিলচর থেকে। শিবসাগরের উদ্দেশে। এখন যে তিনি শিবসাগরের জেলাশাসক। লায়া এ দিন অবশ্য কিছু বলেননি। শুধু জানান, শনিবার সকাল থেকে শুরু করবেন কাছাড়ের জেলাশাসকের কাজকর্ম।

পড়ুন: জেলাশাসক বদলি, কাছাড়ে আসছেন এল মাধুরী

January 18: Laya Madduri has taken charge as the new Deputy Commissioner of Cachar. In an instant, Dr. S. Lakshmanan has become the former Deputy Commissioner of the district. Though the new Deputy Commissioner was supposed to take charge at 3 in the afternoon, but she reached the office in the evening. She straightway went to the chamber of the Deputy Commissioner where the formal charge handover ceremony took place.

Pic Credit:Eagle

Dr. Lakshmanan paved way and asked Laya Madduri to take the seat of the Deputy Commissioner. After that, both of them went to the Conference Hall. There a brief introduction of the new Deputy Commissioner was presented before the media. Dr. Lakshmanan informed that he would be leaving Silchar on Saturday morning. He would assume charge as the Deputy Commissioner of Sibsagar. However, Laya Madduri refrained from any formal speech. She just informed that she would start discharging the duties of Deputy Commissioner from Saturday morning.

Read: DC transferred: New DC L.Madduri at Cachar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker