Barak Updates
শিলচরে বরাক সাহিত্য সংস্কৃতি পরিষদের কাছাড় জেলা কমিটি গঠিতCachar District Committe of Barak Sahitya Sanskriti Parishad formed at Silchar
২৪ নভেম্বর : বরাক সাহিত্য সংস্কৃতি উন্নয়ন পরিষদের কাছাড় জেলা কমিটি শিলচর সোনাই রোডের রেডিয়ান কলেজে গঠিত হয়েছে।পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
২৫ সদস্য বিশিষ্ট কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা হলেন যথাক্রমে সভাপতি সাবির আহমেদ চৌধুরী, সহ-সভাপতি নির্মল কুমার দাস, সম্পাদক সাদিক মোহাম্মদ লস্কর, সহ-সম্পাদক সরোজ দাস, সাংগঠনিক সম্পাদক এসএম সিবলী মজুমদার, প্রচার সম্পাদক প্রসেনজিৎ নাথ, সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ কুমার দে, সাহিত্য সম্পাদক তানিয়া লস্কর, কোষাধ্যক্ষ ড. রহমত আলি, হিসাবরক্ষক ড. নবেন্দু বণিক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ড. অনিন্দিতা চন্দ। কার্যকরী কমিটিতে রয়েছেন ড. তাজুল হক চৌধুরী, আপ্তাবুর রহমান, জাহানারা মজুমদার, সানি ভট্টাচার্য, ড. আব্দুস সাহিদ, সাহিনা মোমতাজ লস্কর, সুলতানা চৌধুরী, আমির হোসেন লস্কর, শশাঙ্ক ফুলমালি, শাহারিযার লস্কর ও সুব্রত দেব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসএম সিবলী মজুমদার। উদ্দেশ্য ব্যাখা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন লস্কর। কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. তপোধীর ভট্টাচার্য নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পরিষদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে গিয়ে বলেন, আজকের সময়ে দাঁড়িয়ে এ ধরনের সংগঠন খুব প্রয়োজন। বর্তমান সময়কে সামনে রেখে নিজেদের অস্তিত্ব রক্ষা সহ মানবিক মূল্যবোধ গঠনে এ সংগঠন কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। নবগঠিত জেলা কমিটির সভাপতি সাবির আহমেদ চৌধুরী সবার সহযোগিতা কামনা করেন এবং দলবদ্ধভাবে কাজ করে একটি সুষ্ঠ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান।
এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদিক মোহাম্মদ লস্কর, নির্মল কুমার দাস, মোহাম্মদ শাহজাহান, তানিয়া লস্কর, ড. অনিন্দিতা চন্দ, আতাবুর রহমান, মানস কান্তি চক্রবর্তী, সুব্রত দেব, মিনারা চৌধুরী, সুদীপ্ত কুমার দাস, শাহরিয়ার লস্কর, বুলবুল মজুমদার, এ বিদ্যাপতি সিংহ, ওয়াহিদ মেহেবুব মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব গ্রহন করা হয়। এ দিনের গোটা অনুষ্ঠান পরিচালনা করেন ড. অনিন্দিতা চন্দ।