NE UpdatesBarak UpdatesBreaking News

আটকে পড়াদের ত্রিপুরায় পাঠাল কাছাড় প্রশাসন
Cachar district administration makes arrangement, sends stranded persons to Tripura

২৪ মার্চ: চিকিৎসা সহ বিভিন্ন কাজে শিলচরে এসে আটকে পড়েছিলেন ত্রিপুরার বেশ কিছু মানুষ৷ বিশেষ করে, ট্রেনসেবা বন্ধ হয়ে পড়ায় তারা অসহায় হয়ে পড়েন৷ কারণ লকডাউন না হলেও শিলচর-আগরতলা বাস পরিষেবা নেই৷ তাদের অনেকেরই হাতে খাওয়ার টাকা পর্যন্ত ছিল না৷ আর টাকা থাকলেও লকডাউনের সময় কোথায় কী কিনতে পাবেন, এ এক বড় সমস্যা৷ চরম অসহায় অবস্থায় পড়েছিলেন তারা৷ শেষে আটকে পড়াদের সাহায্যে এগিয়ে আসে কাছাড় জেলা প্রশাসন৷ গাড়ির ব্যবস্থা করে তাদের ত্রিপুরার ধর্মনগরে পাঠানো হয়৷ সকলের স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত করা হয়, এরা কেউ করোনায় আক্রান্ত নন৷

Rananuj

তাদের নিজ রাজ্যে পৌঁছাতে পারার পেছনে শিলচরের সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে৷ সোমবার তাদের অসহায় অবস্থায় স্টেশনে বসে থাকতে দেখে পেশাগত দায়িত্ব ভুলে প্রথমে তাদের খাবার, আশ্রয়ের কথায় বিশেষ গুরুত্ব দেন৷ আকাশবাণী শিলচর কেন্দ্রের করেসপন্ডেন্ট রীতেশ পাঠক তাঁর ঘর থেকে রুটি এনে তাদের মধ্যে বিতরণ করেন৷ সাংবাদিকরা রোটারি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে তাদের খাবারের জন্য যোগাযোগ করেন৷ তাতে সাড়া দিয়ে সোমবার রোটারিয়ানরা স্টেশনে আটকে পড়াদের খাওয়ার ব্যবস্থা করেন৷ পরে সাংবাদিকরা তাদের ব্যাপারে কাছাড়ের জেলাশাসক, সাংসদ, বিজেপির জেলা সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন৷ এরই ফলশ্রুতি পা ভাঙা দীপালি বিশ্বাস সহ ১৭ জনের ত্রিপুরায় ফেরা৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker