NE UpdatesBarak UpdatesBreaking News
নতুন চেহারার ক্যাব মেনে নিয়েছে উত্তর-পূর্ব, দাবি হিমন্তেরCAB in its new form accepted by North East, asserts Himanta
৫ ডিসেম্বর: নতুন নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব নিয়ে মোটের উপরে খুশি উত্তর পূর্বাঞ্চল৷ এমনটাই দাবি রাজ্যের অর্থ-পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার৷ তিনি উত্তরপূর্ব ভিত্তিক সংগঠন নেডা-রও আহ্বায়ক৷ এই অঞ্চলে তেমন কোনও আন্দোলনেরও আশঙ্কা করছেন না হিমন্ত।
আসামে আসু, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, এজেওয়াইসিপি-সহ বিভিন্ন সংগঠন, কংগ্রেস, এআইইউডিএফ অবশ্য বিরোধিতাই করছে। কিন্তু হিমন্তের মতে, এখন মানুষ সেই ভাবে আন্দোলনে যোগ দেননি। তাঁরা নাগরিকত্ব বিলের গুরুত্ব বুঝেছেন। শর্মা জানান, অমিত শাহ গত তিন মাসে উত্তর-পূর্বের ১৫০টি সংগঠনের ৬০০-র বেশি প্রতিনিধির সঙ্গে আলোচনা চালিয়ে নতুন সংশোধনীর খসড়াটি বানিয়েছেন। আলোচনার পরেই অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরামে বিল নিয়ে শঙ্কা কেটে গিয়েছে। আইএলপি থাকা তিন রাজ্য এমনিতেই বিলের বাইরে। মণিপুরে ৯০ শতাংশ এলাকা ৩৭১সি ধারার অধীনে সুরক্ষিত৷ মেঘালয়েও ৯০% এলাকা ষষ্ঠ তফশিলের অধীনে সুরক্ষিত। প্রভাব পড়বে না অসমের বড়োল্যান্ড, ডিমা হাসাও এবং কার্বি আংলং জেলায়৷
হিমন্তের দাবি, অসমিয়ারা আসাম চুক্তির ৬ নম্বর দফা অনুযায়ী সাংস্কৃতিক, ভাষিক, সাংবিধানিক সহ সব ধরণের রক্ষাকবচ পাবেন।