Barak UpdatesBreaking News
রবিবার শিলচরে ব্লাড ডোনার্সের রক্তদান, চিত্রাঙ্কনBVVBDF to organize blood donation camp & art competition on Sunday
৫ সেপ্টেম্বর : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম-এর মহিলা শাখা আগামী ৮ সেপ্টেম্বর শিলচরে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই শিবির হবে শহরের কল্পতরু হোটেলে। রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে একইসঙ্গে এ দিন হবে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শিলচরে এক সাংবাদিক বৈঠক আয়োজন করে ফোরামের মহিলা শাখার সভাপতি সিক্তা পাল জানিয়েছেন, সকাল সাড়ে দশটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে। তবে এতে অংশ নিতে হলে নাম লেখাতে হবে সকাল ন’টায়। রক্তদান শিবির শুরু হবে সকাল ১১টায়। তিনি জানান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা মোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে তিনটি করে পুরস্কার দেওয়া হবে।
ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল জানিয়েছেন, প্রয়াত চিত্রসাংবাদিক মলিন শর্মার স্মৃতিতে ফোরামের বার্ষিক অনুষ্ঠানে মলিন শর্মা স্মৃতি পুরস্কার চালু করা হচ্ছে। প্রতি বছর রক্তদান সম্পর্কে সংবাদ মাধ্যমের যে প্রতিনিধি সবচেয়ে বেশি কাজ করবেন, তাকেই এই পুরস্কারে সম্মানিত করা হবে। সাংবাদিক বৈঠকে সব্যসাচী রুদ্রগুপ্ত করুনাময় পাল, মধুসূদন কর, ড. মনোজ পাল প্রমুখ ছিলেন।