India & World UpdatesBreaking News

সেতু থেকে ১৫ ফুট নিচে বাস, মৃত ২৯
Bus falls in 15 feet deep gorge, 29 dead

৮ জুলাইঃ ১৫ ফুট উঁচু সেতু থেকে বাস পড়ে কমপক্ষে ২৯ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭ জন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে যমুনা এক্সপ্রেসওয়েতে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই এক্সপ্রেসওয়েটি ৬টি রাস্তা যুক্ত। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাসটি ১৫ ফুট নিচে একটি বিশাল ড্রেনে গিয়ে পড়ে। ১৬৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি উত্তর প্রদেশের নয়ডা থেকে আগ্রাকে সংযুক্ত করেছে। বাসটি লখনউ থেকে দিল্লির দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, ‘একটি স্লিপার কোচ যাত্রীবাহী বাস লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকার্য চলছে।’ সাদা রঙের বাসটি দুমড়ে মুচড়ে গেছে এবং সেখান থেকেই দেহগুলিকে টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে। একটি বেশ বড়ো ড্রেনের মধ্যে বাসটি ঢুকে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটে। পচা পাঁকের মধ্যে থেকে যত দ্রুত সম্ভব দেহ বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আকস্মিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় খুবই শোকাহত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা লাভ করে, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker