NE UpdatesBarak UpdatesSportsBreaking News

প্রীতি ক্রিকেটে আগরতলা সফরে গিয়ে হারল বাকস
BUKSS faces defeat in friendly cricket match in Agartala

২ মার্চ : কিছুদিন আগে শিলচর ডিএসএ স্টেডিয়ামে বাকস আয়োজিত মিডিয়া ক্রিকেটের প্রদর্শনী ম্যাচে আমন্ত্রিত দল হিসেবে খেলে আগরতলা প্রেস ক্লাব আয়োজক বাকস দলকে হারিয়ে দিয়েছিল। একইভাবে সম্পর্কের সেতু ধরে আগরতলা গিয়েও প্রীতি ম্যাচে সেই পুরনো প্রতিপক্ষ প্রেস ক্লাবের কাছে হেরে গেল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা। আগরতলা প্রেস ক্লাব ৭ উইকেটে জয়ী হয়েছে।

Rananuj

প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বাকসের খেলোয়াড়রা ৮০ রান করেন। দলের ওপেনিং ব্যাটসম্যান শ্যাম সিনহা ও অনির্বাণ রায় চৌধুরী ভালো শুরু করলেও শেষটা আর ভাল থাকেনি। বাকসের চারজন ব্যাটসম্যানই রান আউট হয়েছেন। অনির্বাণ রায় চৌধুরী ১৭ রান করেছেন। আগরতলা প্রেস ক্লাবের পক্ষে অনির্বাণ দেব পাঁচটি উইকেট তুলে নেন।

বিপরীতে খেলতে নেমে আগরতলা প্রেস ক্লাব শুরুটা তেমন ভালো করেনি। প্রথম দুই ওভারে প্রেস ক্লাবের দু’জন ব্যাটসম্যান আউট হয়ে যান। এরপর দলের পক্ষে মেঘধন দেব ও বাপন দাস শক্ত হাল ধরে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। এ দিকে, এ দিন ম্যাচ শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারম্যান টিংকু রাই, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তিমির চন্দ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল-এর যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার, বাকসের ম্যানেজার উত্তম কুমার সাহা, সচিব দ্বিজেন্দ্রলাল দাস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker