India & World UpdatesAnalyticsBreaking News
Budget session to start on Fridayশুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু
৩০ জানুয়ারি : শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সংসদের উভয় কক্ষের কাজকর্ম যাতে স্বাভাবিক গতিতে চলে, সেজন্য কেন্দ্র সরকার বৃহস্পতিবার এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদীয় পরীক্ষা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি, কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ, আনন্দ শর্মা, তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন এবং এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে অংশগ্রহণ করেন। এছাড়া লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ান, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব, সংসদীয় পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালে এ বৈঠকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যের মধ্য দিয়ে সংসদের যৌথ অধিবেশন শুরু হবে। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সংসদে অর্থনৈতিক জরিপ এবং শনিবার কেন্দ্রীয় বাজেট উত্থাপন করা হবে। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্যায় শুক্রবার থেকে শুরু হবে, তা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রায় এক মাস বিরতির পর সংসদের পরবর্তী অধিবেশন আগামী ২ মার্চ থেকে শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের এই অধিবেশন চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বলেছেন, সরকার সংসদের বাজেট অধিবেশনে সব বিষয়ে খোলামেলা আলোচনা করতে প্রস্তুত রয়েছে। সর্বদলীয় বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদি বেশিরভাগ সদস্যদের কাছে অধিবেশন চলাকালীন দেশের চলতি অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে মতামত প্রদানের অনুরোধ জানিয়েছেন।