Barak UpdatesIndia & World Updates
বিজেপিকে একা পাঁচ ভোট, জেলাশাসক জানান, ভোট শুরুর আগের ভিডিয়ো
ওয়েটুবরাক, ২৯ এপ্রিল : করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থীর পক্ষে এক ব্যক্তির পাঁচটি ভোটদানের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অ-বিজেপি দলগুলির পক্ষ থেকে অনিয়মের অভিযোগ আনা হয়৷ সমাজমাধ্যমেও নানা ধরনের প্রশ্ন ওঠে৷ রিটার্নিং অফিসার তথা জেলাশাসক মৃদুল যাদব জানান, ভিডিয়োটি ভোটগ্রহণ শুরু হওয়ার আগে তোলা৷ ভোটগ্রহণ শুরুর আগে সকল প্রার্থীর এজেন্টদেরই এ ভাবে বোতাম টিপে ‘মকপোল’ বা ইভিএম পরীক্ষার সুযোগ দেওয়া হয়৷ পরে সে সব ভোট ফেলে দিয়েই ভোটগ্রহণ শুরু হয়৷ যাদব জানান, ভিডিয়োটি পাথারকান্দির নয়াডহর এলপি স্কুল ভোটকেন্দ্রের। তদন্তে নেমে সেখানকার প্রিসাইডিং অফিসার নজমুল হক তাপাদার এবং সকল পোলিং এজেন্টদের ডেকে আনা হয়৷ ভোট দিতে যাকে দেখা গিয়েছে, তাঁর বক্তব্যও সংগ্রহ করা হয়৷ পর্যবেক্ষকের উপস্থিতিতে সব শুনে এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলেই জানান রিটার্নিং অফিসার যাদব৷৷