Barak UpdatesBreaking News
উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া শীঘ্রই, সুতারকান্দি গিয়ে বললেন অতিরিক্ত মুখ্যসচিবFencing to be made very soon, Additional Chief Secretary said at Sutarkandi
১৯ জুন : করিমগঞ্জে ভারত বাংলা সীমান্তের উন্মুক্ত প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকায় খুব শীঘ্রই কাঁটাতারের বেড়া দেওয়া হবে। বুধবার ঝটিকা সফরে করিমগঞ্জ সীমান্ত এলাকা পরিদর্শন করে এ কথা বললেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ। এ দিন বিকেল পাঁচটা নাগাদ করিমগঞ্জ পৌঁছে তিনি সোজা চলে যান সুতারকান্দি সীমান্তের জিরো পয়েন্টে। তাঁর সঙ্গে ছিলেন আসাম পুলিশের সীমান্ত শাখার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ভাস্করজ্যোতি মহন্ত, জেলাশাসক এমএস মনিভন্নন, পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
মাত্র কয়েক মিনিটের এই সফরে অতিরিক্ত মুখ্যসচিব বিজিবি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। এরপর তিনি সুতারকান্দি কাস্টমসের কনফারেন্স হলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। একটি সূত্রে জানা গেছে, তিনি বৈঠকে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। পরে সাংবাদিকদের জানান, সীমান্তের বিভিন্ন সমস্যা তিনি কেন্দ্র ও রাজ্য সরকারকে অবগত করবেন।
বিএসএফের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্যে সীমান্ত চিত্র তুলে ধরা হয়। তারা কাঁটাতারের বেড়ার বাইরে থাকা পরিবারগুলিকে দ্রুত মূল ভূখণ্ডে পুনর্বাসন দেওয়ার সুপারিশ করেন। সঙ্গে দাবি জানান, সীমান্তে সন্ধ্যার পর অবিরাম আলো থাকার জন্য এপিডিসিএল যে কাজ হাতে নিয়েছে, দ্রুত তা শেষ করার দাবি জানান। বিএসএফ এলিফেন্ট করিডর তৈরিরও আর্জি জানিয়েছে।