Barak UpdatesCultureBreaking News

সম্মিলিত মঞ্চে ভাঙন, বেরিয়ে গেল রূপম
Break up in Sammilito Sanskritik Mancha

১৩ অক্টোবরঃ অনেকদিন ধরেই ক্ষোভ জমছিল। শেষপর্যন্ত বিস্ফোরণটা ঘটেই গেল। ভাঙন ধরল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে। রূপম সভা করে সিদ্ধান্ত নিয়েছে, এমন জোটে থাকার কোনও মানে হয় না। শনিবারই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চকে চিঠি পাঠিয়ে সে কথা জানিয়ে দিয়েছেন রূপম-এর সভাপতি প্রদীপ দত্তরায়।

ভাঙন যে এখানেই থেমে থাকবে না, এরও ইঙ্গিত স্পষ্ট। শিলচরের বহু সাংস্কৃতিক সংগঠন মঞ্চে থাকতে নারাজ। মূলত এক-দুইজন কর্মকর্তাকে নিয়েই সকলের অভিযোগ। রূপমের চিঠিতেও এক-দুইজনের কথাই বলা হয়েছে। প্রদীপবাবু লিখেছেন, মঞ্চের কিছু সদস্যের আচরণ সুস্থ সংস্কৃতির পরিপন্থী। এ নিয়ে মঞ্চের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

ক্ষোভে সম্মিলিত মঞ্চ ছেড়েছে গণসুর-ও। লাইনে রয়েছে আরও বেশ কিছু সংগঠন। ফলে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ ওইসব সংস্থার কর্মকর্তারাই সম্মিলিত মঞ্চের প্রাণশক্তি। যেমন রূপমের নিখিল পাল মঞ্চের উপসভাপতি। তাঁর সংগঠনের মঞ্চ ছাড়ার পর স্বাভাবিকভাবেই তিনি আর স্বপদে বহাল থাকছেন না। একই কথা বলা যায়, গণসুরের সুব্রত (শম্ভু) রায়ের ক্ষেত্রে।

রূপমের ইস্তফা-চিঠি পেযেছেন বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, এ নিয়ে সোমবার তাঁরা বৈঠকে বসবেন। সুব্রতবাবুর কথায়, এ আমাদের অভ্যন্তরিণ ব্যাপার। আলোচনাতেই সব মিটে যাবে। সাধারণ সম্পাদক অজয় রায়ের বক্তব্য, বড় পরিবারে ভাই-ভাইয়েও মতান্তর হয়, সেগুলি মিটেও যায়। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ভেতরকার ক্ষোভও দ্রুত মিটে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker