India & World UpdatesBreaking News
দেশে রান্নার গ্যাসের কোনও অভাব নেই : ইন্ডিয়ান ওয়েলThere is no dearth of LPG cylinders in India: Indian Oil
২৯ মার্চ : দেশের অন্যতম তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং বলেছেন, দেশে বর্তমানে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে গ্যাসের অভাব রয়েছে মনে করে গ্রাহকরা যেন অযথা সিলিন্ডার বুকিং করে কোম্পানির ওপর চাপ বাড়িয়ে না দেন। তিনি বলেন, তিন সপ্তাহ লকডাউনের সময় সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী দেশে পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা রয়েছে। এই সংকটের মুহূর্তে ইন্ডিয়ান অয়েল অন্য কোম্পানিগুলোর সঙ্গে মিলে দেশে ইন্ধনের জোগান স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে চেয়ারম্যান সিং আরও বলেন, দেশে জ্বালানির কোনও অভাব নেই। গ্রাহকরা যেন রান্নার গ্যাসের অভাবের কথা চিন্তা করে বুকিং না করেন। তিনি এও বলেছেন, কোম্পানি আগামী পুরো এপ্রিল মাস এবং তার পরের মাসেও দেশজুড়ে কী পরিমাণ ইন্ধন লাগতে পারে তার একটি আন্দাজ করেছে। প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনের জন্য পেট্রোল ডিজেল ও বিমানের জ্বালানির চাহিদা অনেক কমে গেছে। চলতি মার্চ মাসে পেট্রোলের চাহিদা ৮%, ডিজেলের চাহিদা ১৬ শতাংশ কমে গেছে। একইভাবে বিমানের জ্বালানিও ২০ শতাংশ কমেছে।