Barak UpdatesBreaking News
যাপনকথার গ্রন্থপ্রকাশ, গল্পকারদের সংবর্ধনাBook released by Japonkotha, story writers felicitated
৯ সেপ্টেম্বরঃ যাপনকথা একসঙ্গে দুটি গ্রন্থ প্রকাশ করল। গণেশ দে-র গল্প সমগ্র ও তাঁর কন্যা মেঘমালা দে মহন্তর অন্তর্গত রক্তের ভেতর। অভিনব সে উন্মোচন পর্ব। গণেশবাবুর গল্প সমগ্রের আবরণ উন্মোচন করে তার পৌত্র-পৌত্রীরা। মেঘমালার বইটি উন্মোচন করেন তাঁর মা, শাশুড়ি ও পরিবারের বয়োজ্যেষ্ঠরা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, প্রকাশক কান্তারভূষণ নন্দী, গল্পকার রণবীর পুরকায়স্থ এবং মেঘমালা দে মহন্ত। এ ছিল প্রথম পর্বের অনুষ্ঠান।
দ্বিতীয় পর্বে চারজন উদীয়মান গল্পকারকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন বিশ্বরাজ ভট্টাচার্য, রূপরাজ ভট্টাচার্য, শর্মিলী দেব কানুনগো ও ভাস্করজ্যোতি দাস। এই পর্ব সঞ্চালনা করেন রাহুল দেব। তৃতীয় পর্বে ছিল মুক্ত আড্ডা। উপস্থিত গল্পকার এবং স্থানীয় গুরুজনদের নিয়ে খোলামেলা মত বিনিময় হয়। এই আড্ডা সঞ্চালা করেন জ্যোতির্ময় সেনগুপ্ত।