Barak UpdatesBreaking News
শুক্রবার বঙ্গ সাহিত্যের বইমেলার উদ্বোধন, আসছেন বাংলাদেশের প্রকাশকরাBook lovers gear up, Book Fair organised by Banga Sahitya to be inaugurated on Friday
১১ নভেম্বরঃ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বইমেলা আগামী ১৫ নভেম্বর শুরু হচ্ছে। শিলচরে বিপিনচন্দ্র পাল সভাস্থলে ১০ দিনের বইমেলার উদ্বোধন করবেন কথা সাহিত্যেক শ্যামল ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গোস্বামী এবং ঢাকার সন্দেশ প্রকাশনীর কর্ণধার লুতফুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই বারের বইমেলা বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এবং কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত হলেও তা আন্তর্জাতিক চেহারা নিতে চলেছে। বাংলাদেশ থেকে আসছে গোটাদশেক প্রকাশক সংস্থা। মেলার একাংশ থাকবে তাদের স্টল। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে এইসব তথ্য জানান বইমেলার আহ্বায়ক প্রদীপ আচার্য। বলেন, শুধু বাংলাদেশের ঢাকা-সিলেট নয়, এ বার কলকাতা, গুয়াহাটি, আগরতলা থেকেও প্রকাশক-পুস্তক বিক্রেতারা আসছেন। শিলচরেরও বেশকিছু স্টল থাকবে।
স্টলসজ্জাতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছে বঙ্গসাহিত্য। আয়োজক সংস্থার জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত জানান, এ বার মেলায় সাহিত্যের আড্ডা এবং বহুভাষিক কবি সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সে জন্য নানা উপসমিতি গড়ে ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা। জানিয়েছেন, অন্য বছরের মত বইকথা-ও প্রকাশিত হবে। এই বছরের বইকথার মূল থিম বরাকের লেখালেখি।
সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, ইমাদউদ্দিন বুলবুল, জয়ন্ত দেবরায়, দীপক সেনগুপ্ত, অনিল পালরা সাংবাদিকদের সঙ্গে বইমেলা নিয়ে মত বিনিময় করেন।