Barak UpdatesBreaking News
রেললাইনে বাজারের ব্যাগে শিশুর দেহBody of new born baby found inside a bag near railway track at Silchar
২৩ অক্টোবর: শিলচর রেলস্টেশনে উদ্ধার হল এক শিশুর মৃতদেহ৷ বুধবার সকালে আরপিএফ জওয়ানদের নজরে আসে দেহটি৷ কে বা কারা বাজারের ব্যাগে ঢুকিয়ে ফেলে গিয়েছে রেলস্টেশনের চার নম্বর লাইনের উপরে৷ আরপিএফ সঙ্গে সঙ্গে তা স্টেশনমাস্টারকে জানায়৷ জানানো হয় জিআরপিকে৷ একে তুলে নিয়ে পাঠানো হচ্ছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ প্রাথমিকভাবে সদ্যোজাতের মৃতদেহ বলেই মনে করা হচ্ছে৷