Barak Updates
কাটাখালে নৌকাডুবি, উদ্ধার অজয়ের মৃতদেহওBoat capsize at Katakhal: Another body recovered
১ নভেম্বরঃ দাদার মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পর মিলল ছোটভাইয়ের লাশ। বুধবার রাতে সুমিত পাঁশির অন্ত্যেষ্টি সেরে এসেছেন আত্মীয়-প্রতিবেশীরা। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে দেখা যায় অজয় পাঁশির দেহ ভেসে উঠেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে পাঠিয়েছে।
২৮ অক্টোবর লালামুখ ফেরিঘাটে নৌকাডুবিতে দুইভাই সহ তিনজনের সন্ধান মিলছিল না। প্রতিবন্ধী রমেশ পাঁশির এখনও খোঁজ মেলেনি। এ দিকে, বড় ছেলের মুখাগ্নি করে অসুস্থ হয়ে পড়েন ৫৫ বছর বয়সী মেঘনাদ পাঁশি। বুধবার রাত থেকে তাঁর সেলাইন চলছে। এখন তাঁকে নিয়ে দুশ্চিন্তায় সবাই।
তিন নিখোঁজের সন্ধানে সকলের ব্যস্ততায় ১৯ বছর বয়সী, বিএসসি পড়ুয়া রাজেন পাঁশির জখম হওয়া গুরুত্ব পায়নি। সে দিনের নৌকাডুবির পর সাঁতরে কোনওক্রমে পারে উঠলেও প্রচণ্ড চোট লেগেছে তার। হাইলাকান্দি থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আশঙ্কা কাটেনি এখনও। চারদিন ধরে প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। জ্ঞান ফিরলেই নৌকা ডুবে যাওয়ার কথা বলে চেঁচাতে থাকে।
English text here