Barak Updates

মনতোষ দাসের পরিবারের পাশে বিজেপি
BJP stands besides the family of Monotosh Das

৫ জানুয়ারিঃ নরেন্দ্র মোদির সভার হোর্ডিং লাগানোর কাজে সাহায্য করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত মনতোষ দাসের পরিবারের পাশে দাঁড়াল বিজেপি। রবিবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। এর আগের সন্ধ্যায় তাঁর নিকটাত্মীয়দের ডেকে কথা বললেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও  জেলা সভাপতি কৌশিক রায়। তাঁরা মনতোষের পরিবারের সমস্ত বৃত্তান্ত জেনে নিয়ে এক লক্ষ টাকা প্রদান করেন। কথা দেন, সরকারের তরফে কতটুকু কী করা যায়, তা দেখছেন। মনতোষরা দুই ভাই ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন অ্যাভেন্যু বাজারে সবজি ব্যবসা করতেন। ঘরে রয়েছে বৃদ্ধ মা, অবিবাহিত বোন।

Rananuj

ব্যবসার প্রয়োজনে কাছাকাছি এলাকায় ভাড়াঘরে থাকলেও তাঁদের মূল বাড়ি শনবিল সংলগ্ন ফাকোয়ায়। সেখানেই চলছে তাঁর শ্রাদ্ধের কাজকর্ম। কৌশিক জানান, রবিবারের শ্রাদ্ধানুষ্ঠানে দলের নেতারাও যাবেন।  সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। কৌশিকবাবু আশ্বস্ত করেন, প্রয়াত মনতোষের মা-ভাই-বোনেদের খাওয়া-পরার সমস্যা হবে না। ন্যাশনাল হাইওয়ে বাজার ব্যবসায়ী উন্নয়ন সমিতিরও দাবি, মনতোষের পরিবারের ভরণপোষণের বন্দোবস্ত যেন করা হয়। তফশিলি জাতি সমাজ উন্নয়ন পরিষদ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে মনতোষের পরিবারে একটি সরকারি চাকরির দাবি করেন। পরিমলবাবু জানান, তিনি এ নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুতমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

English text here

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker