Barak UpdatesBreaking News

বরাকে এসে মুসলমান মন জয়ের চেষ্টা করলেন বিজেপি সভাপতি
BJP President tried to win the hearts of Muslims of Barak Valley

2 ডিসেম্বর: বরাক উপত্যকার তিন জেলার মধ্যে করিমগঞ্জ ও হাইলাকান্দিতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। কাছাড়ে হিন্দু বেশি হলেও ব্যবধান সামান্য। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এখানে এসে সুর বদলে নিলেন বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিত দাস। উপত্যকার যেখানেই সভা করেছেন, তাঁর দল মুসলমান বিদ্বেষী নয়, সে কথা প্রমাণেই অধিকাংশ সময় ব্যয় করলেন। বললেন, অসমের পঞ্চায়েত ভোটে এ বার ৭ হাজার ৮৩০ জন সংখ্যালঘুকে প্রার্থী করেছেন তারা। এমন কোনও মুসলমান গ্রাম নেই যেখানে বিজেপি প্রার্থী দিতে পারেনি।

রঞ্জিতবাবুর কথায়, সংখ্যালঘু-সংখ্যাগুরু সবাইকে নিয়ে ভারত হবে বিশ্বগুরু। অন্যদিকে, বাঙালিদের মন জয়ে অসমিয়াদের কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন, অসমিয়া ভাষা-কৃষ্টি বিপন্ন বলে একাংশ মানুষ আক্ষেপ করে বাঙালিদের দোষারোপ করেন। কিন্তু আসলে কি তাই? তাঁর কথায়, সে জন্য দায়ী অসমিয়ারাই। কারণ চার দশকে ব্রহ্মপুত্র উপত্যকায় একটিও নতুন বাংলা মাধ্যমের স্কুল হয়নি। বাঙালি ছেলে মেয়ে অসমিয়া স্কুলে পড়ছে। আর অসমিয়ারা তাদের ছেলে মেয়েদের ইংরেজি স্কুলে পাঠান।

English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker