India & World UpdatesBreaking News
করোনা মোকাবিলায় বিজেপির সব সাংসদ, বিধায়ককে এক মাসের বেতন দিতে হবে : নাড্ডাBJP President Nadda appeals to all party MPs & MLAs to donate 1 months salary
২৮ মার্চ : করোনা ভাইরাস মোকাবিলায় বিজেপির সব সাংসদ ও বিধায়ককে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করতে হবে। শনিবার বিজেপি সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা এ কথা বলেছেন। তিনি এও বলেছেন, বিজেপি সাংসদদের তাদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১ কোটি টাকা মঞ্জুর করতে হবে। এদিকে, শিলচরের সাংসদ রাজদীপ রায় এই তহবিলে ইতিমধ্যেই অর্থ সাহায্য করেছেন।
বর্তমানে বিজেপির ৩৮৬ জন সাংসদ রয়েছেন। এরমধ্যে ৩০৩ জন লোকসভায় এবং ৮৩ জন রাজ্যসভায় রয়েছেন। প্রত্যেক সাংসদ তাদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প প্রতি বছর ৫ কোটি টাকা পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শনিবার বলেছেন, সমাজের বিভিন্ন স্তরের লোক করোনা ভাইরাসের লড়াইয়ে অর্থ সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছেন।
এর প্রেক্ষিতেই পিএম কেয়ারস ফান্ড নামে নতুন একটি তহবিল গঠন করা হয়েছে। এই ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নিজে। এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রী রয়েছেন।