India & World UpdatesBreaking News
বিজেপি সাংসদ ওম বিড়লা লোকসভার পরবর্তী অধ্যক্ষ!BJP MP Om Birla to be new Lok Sabha Speaker!
১৮ জুনঃ সপ্তদশ লোকসভার পরবর্তী অধ্যক্ষ হতে চলেছেন বিজেপি সাংসদ ওম বিড়লা। রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা মঙ্গলবারই তাঁর মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন বলে খবর৷ কোটার দ্বিতীয়বারের সাংসদ ওম বিড়লা। এর আগে কোটা দক্ষিণ থেকে তিনি তিনবার বিধায়ক নির্বাচিত হন৷ এ বছর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী রামনারায়ণ মিনাকে ২.৭৯ লক্ষ ভোটে হারিয়ে জয়ী হন ওম বিড়লা৷
মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে এ ব্যাপারে কিছুই বলতে চাননি ওম বিড়লা। তিনি বলেছেন, আপাতত এই বিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই৷ এ দিন তাঁর দেখা করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় কার্যকরি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে৷ এ নিয়ে তিনি বলেন, একজন সাধারণ কার্যকর্তা হিসেবে বিজেপি সভাপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি৷ তবে তাঁর স্ত্রী অমৃতা বিড়লা জানান, পরিবারের কাছে অত্যন্ত গর্বের মুহুর্ত এটি৷ ওম বিড়লাকে এই পদের জন্য বেছে নেওয়ায় বিজেপিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷
প্রসঙ্গত, এর আগে লোকসভার অধ্যক্ষ হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসে৷ তার মধ্যে পিপি চৌধুরী ও এসএস আলুওয়ালিয়ার নামও ছিল৷ মানেকা গান্ধীর নামও অধ্যক্ষ পদে শোনা যায়। তবে দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে ওম বিড়লার নাম উঠে আসে৷ উল্লেখ্য, সোমবার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন টিকামগড়ের বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার৷