Barak UpdatesBreaking News

বিনয় কাটিয়ার মঙ্গলবার করিমগঞ্জে বক্তৃতা করবেন
BJP leader Vinay Katihar to address rally at Karimganj on Tuesday

২৫ ফেব্রুয়ারি: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বিনয় কাটিয়ার মঙ্গলবার বরাক উপত্যকায় আসছেন। তিনি মূলত করিমগঞ্জে প্রবৃদ্ধ ব্যক্তি সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। শিলচর, করিমগঞ্জ ও ডিফু লোকসভা আসনের প্রবীণ ভোটারদের নিয়ে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, সম্মেলন শুরু হবে বিকাল পাঁচটায়, করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। বাছাই করা এক হাজার প্রবীণ ব্যক্তি উপস্থিত থাকবেন তাতে। বিনয় কাটিয়ার ছাড়াও বিজেপির প্রদেশ মুখপাত্র ডা. রাজদীপ রায়, বিশ্বরূপ ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস প্রমুখ বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, বিনয়বাবু বিকাল চারটায় শিলচর হয়ে করিমগঞ্জ শহরে প্রবেশ করবেন। পাঁচটায় যাবেন সম্মেলন স্থলে। রাত সাতটায় করিমগঞ্জ থেকে শিলচরের উদ্দেশে রওয়ানা হবেন। রাত্রিবাস শিলচর সার্কিট হাউসে। পরদিন তিনি ফিরে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker