Barak Updates
ভোট হিংসার জের, ফের উত্তেজনা হাইলাকান্দির লক্ষীশহরে
BJP-AIUDF clash, Lakhisaher of Hailakandi tensed

২১ এপ্রিল : ভোটের দিন বিজেপি ও এইউডিএফের মধ্যে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে উঠেছিল হাইলাকান্দির লক্ষীশহর এলাকা। সেই সূত্র ধরে রবিবার রাতে ফের উত্তেজনা দেখা দেয় এলাকায়। অবশ্য খবর পেয়েই দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ সুপার মণীশ মিশ্র। মোতায়েন করা হয় সিআরপিএফ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ভোটের দিন প্রথম দিকে শান্তিপূর্ণভাবে ভোটদান চললেও বেলা বাড়তেই উত্তেজনা দেখা দেয় লক্ষীশহর এলপি স্কুলে। বিজেপির পক্ষ থেকে এআইইউডিএফের বিরুদ্ধে রিগিঙের অভিযোগ আনা হয়। এ নিয়ে দুই পক্ষে টানাহ্যাচড়া চলে। পুলিশ বাধাদানে ছুটে গেলে তাদের লক্ষ্য করে একদল যুবক ইট-পাথর ছুঁড়ে মারে। তবে কিছু সময়ের জন্য ভোট বন্ধ থাকলেও পরে ভোটদান শুরু হয়।