Barak UpdatesBreaking News

প্রাক্তন বিধায়ক প্রয়াত গৌরীশঙ্কর রায়ের জন্ম শতবর্ষের অনুষ্ঠান শুরু শিলচরে
Birth centenary programme of former MLA Late Gouri Shankar Roy begins at Silchar

১২ জুলাই: কাটলিছড়ার চারবারের বিধায়ক প্রয়াত গৌরীশঙ্কর রায়ের জন্মশতবর্ষের অনুষ্ঠান শুরু হল শুক্রবার। চলবে বছরব্যাপী। শিলচর অফিসপাড়ার হিন্দিভবনে এ দিন শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মৃন্ময়ানন্দ। তিনি বলেন, ত্যাগ মানুষকে মহান বানায়। আর এই আদর্শকে আঁকড়ে ধরেই ছিল প্রাক্তন বিধায়ক গৌরীশঙ্করের পথচলা। সমাজকর্মী গৌরীশঙ্কর সমাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তাই আজও মানুষের মুখে মুখে রয়েছে তাঁর সামাজিক অবদানের কথা।

উদযাপন কমিটির সভাপতি জহরলাল রায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন। কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায় জানিয়ে দেন, ২০২০ সালের ১২ জুলাই শতবর্ষ পূর্তি হবে গৌরিশঙ্কর রায়ের। সমাপ্তি হবে সারা বছরের কর্মসূচির। আজকের প্রজন্মকে এই মহান জননেতার বিষয়ে জানান দিতেই বিশেষ করে এই আয়োজন, স্পষ্ট করেন প্রয়াত বিধায়কের ছোট ছেলে সঞ্জীব রায়। প্রাক্তন মন্ত্রী অজিত সিং, শ্রমিক নেতা রাধেশ্যাম উপাধ্যায়, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী মহাবীরপ্রসাদ জৈন সহ অন্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

অজিত সিংরা স্মৃতিচারণ করেন। তাঁদের কথায়, দূরদর্শী রাজনীতিবিদ ছাড়াও কাছাড় চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর। গৌরীশঙ্কর রায়ের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বি নারায়ণ কানু। লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস গৌরীশঙ্কর রায়কে সম্মান জানাতে ২৫০ দুঃস্থ ক্ষুধার্তকে পেট পুরে খাইয়েছে। প্রয়াত শ্রমিক নেতার পরিবারের লোকজন ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সমিল ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker