Barak UpdatesBreaking News
শিলচরে উদযাপিত আত্মস্থানন্দ মহারাজের জন্মশতবর্ষBirth centenary of Atmasthanananda Maharaj observed at Silchar
এ দিন রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজের জন্মশতবর্ষ উদযাপিত হয় সেখানে। সকাল সাতটায় রামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের বিশেষ পূজার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে পুষ্পাঞ্জলি, হোম, সমবেত বৈদিক মন্ত্র পাঠ, উদ্বোধনী সঙ্গীত। স্বামী আত্মস্থানন্দজি জন্মশতবর্ষ উদযাপন সমিতির সভাপতি অসিত পাল স্বাগত ভাষণ দেন। পরে ধর্মালোচনায় অংশ নেন লখনউ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী মুক্তিনাথানন্দ মহারাজ, শিলচর মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহরাজ, স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ ও করিমগঞ্জ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ।
বিকেলে অনুরূপ ধর্মালোচনা হয়। অংশ নেন কাঁকুড়গাছি যোগোদ্যান রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিমলাত্মানন্দ মহারাজ, বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজ, রাঁচি টিভি সেনেটোরিয়াম রামকৃষ্ণ মিশনের স্বামী সতসঙ্গানন্দ মহারাজ এবং ড. উপল সেন। দুই পর্বেই ছিল সঙ্গীতাঞ্জলি। সকালে সঙ্গীত পরিবেশন করেন মেঘরাজ চক্রবর্তী, গার্গী দেব ও শাশ্বতী ভট্টাচার্য। বিকেলে গান অমরেন্দ্র চক্রবর্তী, সুমনা পালচৌধুরী, রথীন্দ্র চক্রবর্তী ও মঞ্জুশ্রী দাস। দুপুরে ছিল অনুসূয়া মজুমদার ও সম্প্রদায়ের পালাকীর্তন। সন্ধ্যায় যথারীতি হয় সন্ধ্যারতি। দুই পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্রমে পীযূষ ভট্টাচার্য ও সুপ্রদীপ দত্তরায়।