Barak UpdatesBreaking News
শহর ঘুরে স্কুল পড়ুয়ারাই অভিবাদন জানাল নেতাজিকেBirth anniversary of Netaji celebrated with full honour at Silchar
এ দিন সকালে শিলচর নরসিংটোলা পয়েন্ট থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এরপর প্রেমতলায় এই শোভাযাত্রাকে ফ্ল্যাগ অফ করেন পশ্চিমবঙ্গ থেকে আসা ফরওয়ার্ড ব্লকের বিধায়ক দেবব্রত বিশ্বাস। মিছিলটি ক্রমে হাসপাতাল রোড ধরে এগিয়ে যায় রাঙ্গিরখাড়ির দিকে। সেখানে গিয়ে সুভাষ চন্দ্রের প্রতিমূর্তিতে অভিবাদন জানান। এরপর শোভাযাত্রা ঘুরে আসে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে। এখানেই মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ন’টায় ডিএসএ-তে ব্যাঘ্রলাঞ্ছিত পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত বিধায়ক। সঙ্গে ছিলেন উদযাপন কমিটির সভাপতি নিহার রঞ্জন পাল ও সম্পাদক সন্তোষ দে। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে রূপমের শিল্পীরা গেয়ে উঠেন বন্দেমাতরম। বিধায়ক সহ কমিটির পদাধিকারীরা নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পাশাপাশি তারা শহিদ বেদিতেও মাল্যদান করেন। এরপর অনুষ্ঠানে ‘জয়তু নেতাজি’ নামে একটি স্মরণিকাও উন্মোচন করা হয়।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও অন্যরা কুচকাওয়াজ প্রতিযোগিতার প্ল্যাটুন পরিদর্শন করেন। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কচিকাচারা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। বিভিন্ন সংস্থার মধ্যে ছিল মধ্যশহর সাংস্কৃতিক সমিতি, ছন্দে ছন্দে মিউজিক অ্যাকাডেমি, নটরাজ নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান। পরে কুচকাওয়াজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এদের বৃহস্পতিবার বিকেল ৫টায় গান্ধীভবনে পুরস্কৃত করা হবে। এ দিকে, উদযাপন কমিটি দুপুর ১২টা ৪১ মিনিটে নেতাজির জন্মমুহূর্ত ঘোষণা করে। বিকেল চারটায় গান্ধীভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ দিকে, বুধবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শহরে ট্যাবলো সহ শোভাযাত্রা বের করে। বিভিন্ন সড়ক পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তিতে তারা মাল্যদান করেন। এর মধ্যে ছিল নেতাজি সুভাষ ফাউন্ডেশন, এআইডিএসও, নেতাজি বিদ্যাভবন ইত্যাদি।