Barak Updates
শিলচর সৎসঙ্গ বিহারে ঠাকুরের জন্মোৎসব শুরুBirth anniversary celebration of Thakur Anukul Chandra started at Silchar Satsang Bihar
২ ফেব্রুয়ারি : শ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম জন্ম মহোতসব ও ৪১তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শনিবার ২ ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে শুরু হয়েছে। এ দিন দুপুর ঠিক আড়াইটেয় বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন জ্যোতিন্দ্রলাল রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃপেশ চক্রবর্তী, হিমাংশু নাথ, চম্পক দত্ত প্রমুখ। এ দিন এরপর ছিল মাতৃ সম্মেলন, প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় জি-বাংলা খ্যাত সঙ্গীতশিল্পী আগরতলার সুশোভন ভট্টাচার্য ও কলকাতার শিল্পী পূর্বা শর্মার গানের অনুষ্ঠান।
রবিবারও গুচ্ছ কর্মসূচির মাধ্যমে উৎসব পালন করা হবে। এ দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে এক বিশাল শোভাযাত্রা। সকাল সাড়ে ন’টায় মন্দির প্রাঙ্গণ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করবে। এতে শ্রীঠাকুর, শ্রীবড়মা ও শ্রীবড়দার প্রতিকৃতি নিয়ে সুসজ্জিত ট্যাবলো থাকবে।
এই শোভাযাত্রায়ই থাকবে ত্রিপুরা থেকে আসা এক বিশাল ব্যান্ডপার্টি। শোভাযাত্রা আশ্রম চত্বর থেকে বেরিয়ে কলেজ রোড, অম্বিকাপট্টি, শিলংপট্টি, নরসিংটোলা, সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা, অম্বিকাপট্টি হয়ে ফিরে যাবে আশ্রম চত্বরে।
উৎসব উদযাপন কমিটির কার্যকরী সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান, এ দিন এক ধর্মসভায় বিশেষ বক্তা হিসেবে আগরতলার সুপ্রিত ভট্টাচার্য উপস্থিত থাকবেন। সন্ধ্যায় থাকবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে কলকাতার আমন্ত্রিত শিল্পী জয়শ্রী বাউল সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি থাকবে এক সংবর্ধনা অনুষ্ঠান। এতে মিথিলেশ ভট্টাচার্য, আবিদরাজা মজুমদার, হরকান্ত নাথভৌমিক, জ্যোতিলাল চৌধুরী ও স্বপন চক্রবর্তীকে সম্মান জানানো হবে।