Barak UpdatesBreaking News
মেহেরপুরে গ্রিল ভেঙে বাইক চুরি
Bike stolen from Meherpur breaking the gate

৩০ মার্চঃ লোহার দু’টি গ্রিল ভেঙ্গে বাইক চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শিলচর মেহেরপুরের লালমাটি লেনের ১২ নম্বর বাড়িতে, বৃহস্পতিবার গভীর রাতে । কালো রঙের দামি এএস ১১ পি ৭৪৯২ নম্বরের বাইকের মালিক সুধেন্দু দাস ( সঞ্জয়) কর্মসূত্রে লালমাটি লেনের রঞ্জিত রায়ের বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার বিবরণ জানিয়ে পরে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন সুধেন্দু।
তিনি জানান, শুক্রবার ভোরবেলা বাড়ির মালিক রঞ্জিত বাবু দরজা খুলে দেখতে পান দু’টি বাইকের মধ্যে একটি নেই। ভাঙ্গা গ্রিল দেখে বুঝতে একটুকুও অসুবিধে হয়নি যে বাড়িতে নিশিকুটুম্বরা হানা দিয়েছে।প্রসঙ্গত, ৮/৯ মাস আগে একই বাড়ির বিশ্বজিৎ নাথের ঘরে চুরির ঘটনা সংঘটিত হয়।
এই লালমাটি লেনে ঘনঘন চুরির ঘটনায় আতঙ্ক তাড়া করছে এলাকার জনমনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া বাইকের কোনও হদিশ এখন অবধি পাওয়া যায়নি।
English text here