Barak UpdatesBreaking News

কন্যা শিশু সুরক্ষায় শক্তিরথের যাত্রা কাছাড়ে
Beti Bachao, Beti Padhao: New awareness scheme launched at Cachar

২৬ নভেম্বর : “বেটি বাঁচাও বেটি পড়াও” অভিযানের অঙ্গ হিসেবে কাছাড় জেলার গ্রামীণ এলাকা গুলিতে মানুষের মধ্যে সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে মঙ্গলবার শিলচরে জেলাশাসকের কার্যালয় চত্বর থেকে “কন্যা শক্তি রথ” নামের এক অভিযানের ফ্ল্যাগ অফ করেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি। তাকে সহযোগিতা করেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ললিতা রংপিপি, ডিআরডিএ প্রকল্প সঞ্চালক রসরাজ দাস, সহকারী কমিশনার মারিয়া তানিম এবং এ বার্নওয়াল এবং সমাজ কল্যাণ বিভাগের আধিকারিক রাজকুমার কেডিয়া।

এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মাদ্দুরি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও কাছাড় জেলার শহর এলাকায় শুরু করা হলেও গ্রামীণ অঞ্চলে তথা গ্রামাঞ্চলের বাজার ইত্যাদি এলাকায় যেখানে অধিক সংখ্যক মানুষের সমাগম হয়, সেইসব অঞ্চলে কন্যা শিক্ষা ক্ষমতায়নের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এর মাধ্যমে জেলার অধিক সংখ্যক মানুষকে সচেতন করে তোলার পদক্ষেপ গৃহীত হয়েছে।

তিনি বলেন, এই অভিযানটি আগামী মার্চ মাসের ৪ তারিখ পর্যন্ত চলবে এবং কন্যা শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা এবং আইনগত সজাগতা সম্পর্কে সচেতন করে তোলা হবে। তিনি বলেন, এই অভিযানের মধ্যে পথনাটিকা, অডিও ভিজুয়াল তথ্যচিত্র ইত্যাদির মাধ্যমে কন্যা সন্তানদের অধিকার রক্ষা, শিক্ষা ইত্যাদি মানবিক বোধগুলির ওপর গুরুত্ব আরোপ করে সচেতনতা সৃষ্টি করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker