Barak UpdatesBreaking News

বাঙালিরা আক্রান্ত, কলকাতায় কনভেনশন করবে আসাম সংহতি মঞ্চ
Bengalis attacked, Assam Sanghati Mancha to hold convention in Kolkata

২৮ অক্টোবরঃ সারা দেশে বাংলা ও বাঙালি আক্রান্ত। কখনও তা অসমে মাথাচাড়া দেয়। কখনও আন্দামানে। মূল লক্ষ্য হলো, বাংলাভাষীদের  বাংলাদেশি হিসেবে প্রতিপন্ন করা। এর বিরুদ্ধে প্রতিবাদ দৃঢ়তর করার উদ্যোগ নিয়েছে আসাম সংহতি মঞ্চ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংহতি সংসদে সম্প্রতি এক সভায় মিলিত হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, সারা ভারতে বাঙালির বিরুদ্ধে যে আক্রমণ নেমে আসছে তা প্রতিরোধ করতে হবে। সে জন্য অবশ্য রাজ্যে রাজ্যে সংগঠন গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। ওইসব শাখা সংগঠনের মাধ্যমে দেশজুড়ে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে মঞ্চ। কিছুদিনের মধ্যে তাঁরা কলকাতায় একটি কনভেনশনের কথা ভাবছেন।

Rananuj

এ ছাড়া, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে তিন-চারদিনের ধরনা ও দাবি সপ্তাহ পালন করা হবে। এ ব্যাপারে বিভিন্নজনের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ক্ষুদ্র পত্রিকা সংযোগ বিষয়ক আহ্বায়ক হলেন কবি অমল কর ও কবি অজয় ব্রহ্মচারী। সাংস্কৃতিক আহ্বায়কের দ্বায়িত্ব পালন করবেন সাংবাদিক দিলীপ ভট্টাচার্য। জনশিক্ষক শক্তি মন্ডল ও অরুণ ভট্টাচার্য । ড:উত্তম বিশ্বাস (প্রেসিডেন্সি )ও কবি জয়ন্ত রায় (রবীন্দ্র ভারতী) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবেন বলেও সেই সভায় স্থির হয়। ওইসব সার্থকভাবে সম্পন্ন করার পরে কলকাতায় একটি আন্তর্জাতিক সেমিনার করারও সিদ্ধান্ত নিয়েছে আসাম সংহতি মঞ্চ। ২০১৯-র মার্চে তা করা হবে। প্রেসিডেন্সির ডঃ সন্দীপ কুমার মন্ডল তাতে মুখ্য সহায়তা করবেন  বলে মঞ্চের পক্ষ থেকে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker