Barak UpdatesBreaking News

পুজোয় ডিটেনশন ক্যাম্পের বন্দিদের বাঙালি সংগঠনের বস্ত্রদান
Bengali organisation distribute clothes among the inmates at Detention Camp

৬ অক্টোবরঃ দুর্গাপূজা উপলক্ষে শিলচর কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন ক্যাম্পে থাকা বন্দিদের মধ্যে নতুন  বস্ত্র  দিল সারা অসম বাঙালি যুব ছাত্র  সংস্থার বরাক  উপত্যকা  শাখা এবং সারা অসম যুব ছাত্র ফেডারেশন। রবিবার মহাষ্টমীর দিনে নতুন জামা-কাপড় পেয়ে হিন্দুরা তো বটেই, মুসলমান বন্দিদের চোখেও জল আসে। স্মৃতিতে ভেসে ওঠে নানা কথা।

Rananuj

এই সময়ে শিলচরের ডিটেনশন ক্যাম্পে মোট ৭৪ জন আছেন। তাদের মধ্যে ৬০ জন পুরুষ ও ১৩ জন মহিলা। আছে ১০ বছরের শাহানারা বেগমও। পুরুষদের সাদা পাঞ্জাবি এবং মহিলাদের নুতন  শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। শাহানারাকে দেওয়া হয় নতুন জামা। তার অবশ্য পুজো বলে পৃথক কোনও বোধ নেই। কারণ ৭ মাস বয়স থেকেই সে মা-র সঙ্গে জেলে। কখনও শিলচর, কখনও কোকরাঝাড়। জেলের চার দেওয়ালই তার কাছে গোটা পৃথিবী।

সারা অসম বাঙালি যুব ছাত্র সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস, বরাক উপত্যকার সভাপতি সমর ভট্টাচার্য, বিশ্বরূপ ভট্টাচার্য, অনিক চক্রবর্তী ও শুভাশিস চৌধুরী তাদের হাতে ওইসব সামগ্রী তুলে দিতে বড় খুশি। রথীন্দ্রবাবু  বলেন, ডিটেনশন ক্যাম্পের কারাবন্দিরা ধর্মীয় নির্যাতন, বিচার ব্যবস্থার বেড়াজাল, উগ্র বিবেকহীন জাতীয়তাবাদ এবং আনন্দে মাতোয়ারা স্বজাতির সহানুভূতির অভাবে নিতান্তই অসহায় ও অনিশ্চয়তার মধ্যে  দিন  কাটাচ্ছেন। তাদের মধ্যে বিশেষ করে হিন্দুরা সারা জীবন দুর্গাপুজোয় আনন্দ  করে এসেছেন। নতুন জামাকাপড় পরেছেন। ভাগ্য বিড়ম্বনায় তারা ওইসব চিরাচরিত প্রথা থেকে বঞ্চিত। তাই  সারা বাঙালি যুব ছাত্র সংস্থা  তাদের  মনের ক্ষতে কিঞ্চিত  প্রলেপ  দেওয়ার চেষ্টা করেছে। সমর ভট্টাচার্য ডিটেনশন ক্যাম্পের বন্দিদের মধ্যে নতুন বস্ত্র বিতরণের সুযোগ দেওয়ার জন্য   কারা প্রশাসনের প্রতি গভীর  কৃতজ্ঞতা  জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker