Barak UpdatesBreaking News

হিন্দু হিসেবে বিজেপির জয়ে খুশি গৌতম রায়
Being a Hindu, Goutam Roy is happy at BJP’s victory

২৪ মেঃ কৃপানাথ মালার জয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের মিষ্টি বিতরণ নিয়ে অসম জুড়ে চর্চা চলছে। এর মধ্যে শুক্রবার way2barak-এর সঙ্গে সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, শুধু কৃপানাথ নয়, বিজেপির জয়েই তিনি খুশি। তাঁর কথায়, কৃপানাথের রাজনৈতিক জীবনের সূচনা তাঁর হাত ধরে। উপ-নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। পরে দল বদলে ডেপুটি স্পিকার হয়ে এখন সাংসদ। খুশির কথাই। সেইসঙ্গে একজন হিন্দু হিসেবে বিজেপির এই সাফল্যে তিনি গর্বিত বলে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপি ভালই কাজ করেছে। ভালো কাজের প্রশংসা তিনি সব সময় করেনয

তবে কি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল? পরের প্রশ্নটাও আঁচ করে একসঙ্গে জবাব দেন,’ কংগ্রেসের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন কি বিজেপি-তে যাচ্ছি, সে সব জানি না। আমি আমার স্টাইলেই চলব। একজন হিন্দু হিসেবে হিন্দুত্বের বিরোধিতা করতে যাব না।’ তাঁর কথায়, ‘আমাকে যারা ভোট দেন, তাঁরাই এ বার কৃপাকে ভোট দিয়েছেন।’

তাঁর এই বিজেপি-প্রীতি সম্পর্কে সদ্য নির্বাচিত সাংসদ তথা দলের প্রদেশ মুখপাত্র ডা. রাজদীপ রায় বলেন, গৌতম রায় বিজেপিতে আসছেন বলে কম কথা শোনা যায়নি। যে কেউ দলে আসতে পারেন। তবে এই জায়গায় বিজেপির একটি প্রক্রিয়া রয়েছে। যিনিই আসতে চান, তাঁকে সেই প্রক্রিয়া মেনেই আসতে হবে।

এ দিকে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা শোনান, গৌতম রায় কাণ্ডের তদন্ত হবে। বিষয়টি তিনি হাইকমান্ডকে জানিয়েছেন। তবে স্থানীয় কংগ্রেস নেতারা এ নিয়ে মন্তব্য করতে চাইলেন না।

Also Read: বিজেপির জয়ে মিস্টি বিতরণ গৌতম রায়ের!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker