Barak UpdatesAnalyticsBreaking News

২২ মার্চ থেকে সিদ্ধেশ্বরে বারুণী মেলা, আঁটঘাট বেঁধে মাঠে প্রশাসন
Baruni Mela at Siddheswar from 22 March

১ মার্চ : আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী সিদ্ধেশ্বর বারুণী মেলা। এই মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে করার জন্য শনিবার শিলচরে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করে বারুণী মেলা সাব-কমিটি। জেলাশাসক বর্ণালী শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন, অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাওয়ান, সহকারী কমিশনার নবনীতা হাজরিকা, অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিক এবং এই কমিটির সদস্যরা অংশ নেন।

সভার শুরুতে অতিরিক্ত জেলাশাসক সত্তাওয়ান আগে গঠন করা সাব-কমিটির বিশদ বিবরণ এবং তহবিল সম্পর্কে খোঁজখবর নেন। এ ব্যাপারে সভায় জানানো হয়, জেলাশাসককে চেয়ারপার্সন হিসেবে রেখে বিগত কয়েক বছর থেকে অমরনাথ খাণ্ডেলওয়াল এই কমিটির সচিবের দায়িত্বে ছিলেন। কিন্তু বর্তমানে তিনি শারীরিক অসুস্থতার জন্য আইসিইউ-তে ভর্তি এবং কমিটির আয়-ব্যয়ের হিসেবের বিশদ বিবরণ তাঁর সুস্থ হয়ে আসার পরই পাওয়া যেতে পারে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী সময়ে আরও একটি সভা করে তহবিলের হিসেব নিকেশ করা হবে। খাণ্ডেলওয়ালের স্থলে কমিটির বরিষ্ঠ সদস্য স্বপন দেব মেলার যাবতীয় কাজ পরিচালনা করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। পরে জেলাশাসক সিদ্ধেশ্বর বারুণী মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য তথা নিয়মানুসারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংকে তহবিল পরিচালনা করতে সংশ্লিষ্ট সার্কল অফিসারকে যুগ্মভাবে রাখার নির্দেশ দেন। তিনি জানান, তহবিলের অর্থ থেকে অনাথ আশ্রমে ৫ লক্ষ টাকা দান করা হবে।

এতে অতিরিক্ত জেলাশাসক মেলায় সেনিটেশন, স্বচ্ছতা, পানীয়জল, বৈদ্যুতিক ব্যবস্থা, মহিলা ভক্তদের জন্য পোশাক পাল্টানোর ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, যথাযথ স্বেচ্ছাসেবী সদস্যের নিয়মাবলি, জেনারেটর, স্বাস্থ্য সেবা ইত্যাদি যাবতীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেওয়া হবে বলে জানান। এই মেলায় মদ, জুয়া, ইত্যাদির মতো কোনও ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে জোর দেওয়া হয় এবং সামগ্রিকভাবে নিরাপত্তা-ব্যবস্থা সুনির্দিষ্ট করার ওপর পর্যালোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker