Barak UpdatesBreaking News
সেবাকেন্দ্র ঘুরে সিআরপিসিসি-র দাবি, পুনরাবেদনের সময় বাড়ানো হোকCRPCC went around the NSKs & raised demand of extension of time for filing claims
আলোচনায় আরও অনেক সমস্যার কথা উঠে আসে। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রায় সব এনএসকের কর্মীদেরকে জেলা প্রশাসন নিযুক্তি দিয়ে রেখেছে। অনেক এনএসকে-তে দেখা গেছে এলআরসিআর ছাড়া বাকি সবাইকে ভোটগ্রহণের কাজে যুক্ত করা হয়েছে। হাতে আর দশদিনও সময় নেই। এই অবস্হায় কয়েকদিন সেবাকেন্দ্রগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সিআরপিসিসি নেতৃবৃন্দ। তাতে মানুষ আরও ভোগান্তির শিকার হবেন। তাঁদের কথায়, জেলা প্রশাসনের উচিত ছিল এনআরসির মতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকা কর্মীদের পঞ্চায়েত নির্বাচনের কাজ থেকে সম্পূর্ণ বিরত রাখা। প্রচণ্ড কাজের চাপে থাকা এনএসকেগুলোর এলআরসিআর-রা সিআরপিসিসির মাধ্যমে জনগণের কাছে আবেদন জানিয়েছেন যে, নাম সংশোধনের কাজটা যেন এনএসকে-তে না এসে নিজেরাই অনলাইনে করে নেন। তাতে শুদ্ধিকরণ প্রক্রিয়া অনেক সঠিক এবং মসৃণ হবে।
এই জটিল পরিস্হিতিতে যদি আবেদনের সময়সীমা বাড়ানো না হয় তবে অর্ধেকের বেশি জনগণ নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য পুনরাবেদনের সুযোগ থেকে বঞ্চিত থেকে যাবেন। তাই সিআরপিসিসি সরকারের কাছে আবার জোরালো দাবি জানাচ্ছে যে দাবিপত্র জমা দেবার সময়সীমা আরও দুই মাস বাড়ানো হোক। সমিতির পক্ষে আজকের এই প্রতিনিধিদলে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কিশোর ভট্টাচার্য, সনৎকুমার কৈরী, তমোজিৎ সাহা প্রমুখ। জনগণের কাছে সিআরপিসিসি আবেদন জানায়, যার কাছে যা নথি আছে তা দিয়েই অবিলম্বে যেন দাবিপত্র জমা দেন। আর যারা আবেদনপত্র পূরণ করতে সমস্যায় পড়েছেন তারা শিলচরে যে সকল বিনামূল্যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন।
The slow rate of filing claims was highlighted by the members of the CRPCC. They have argued that many persons engaged with NRC related works have been engaged in Panchayat election duty. This has also hampered the process of filing claims. As such, they opined that if the deadline for filing of claims is not extended than it would prove to be a catastrophe. As such, CRPCC demanded to extend the deadline. Apart from prof. Bhattacharjee, the CRPCC team which went to visit the NSKs included Kishore Bhattacharjee, Sant Kumar Kairi, Tamojit Saha among others.