Barak UpdatesBreaking News
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বারইগ্রাম আশ্রমের অর্থ দানBaraigram Ashram donates in CM’s Relief Fund
৩ আগস্টঃ প্রলয়ঙ্করী বন্যায় অসমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বার মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দিসপুর সচিবালয়ে আর্থিক সাহায্যের চেক নিয়ে হাজির হন করিমগঞ্জ জেলার বারইগ্রাম আশ্রমের প্রতিনিধিরা । এদিন বারইগ্রামের শ্রী শ্রী গোপাল জিউ, শ্রী শ্রী রাধাবিনোদ জিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ৪২ হাজার টাকা আশ্রমের পক্ষ থেকে দান করা হয় ।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল চেক গ্রহণ করে আশ্রমের প্রশংসা করেন । তিনি এই ভাবে অসমের বন্যার্তদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিচ্ছেন, সঙ্গে বাড়ছে একতা । এদিনে মুখ্যমন্ত্রীর হাতে চেক তুলে দিতে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, আশ্রম পরিচলন কমিটির সম্পাদক তরুণ চৌধুরী, সদস্য ডা: দুর্বাদল দাস ও অরূপ রায় ।