Barak UpdatesCultureBreaking News
শুরু হল বরমবাবার মেলা, তীর্থস্থানকে ঢেলে সাজাতে অর্থ দেবে সরকারBarab Baba Fair inaugurated at Silkuri, Govt to give financial assistance for its beautification
১১ নভেম্বর : শিলচরের অদূরে শিলকুড়িতে সোমবার থেকে ৭৮তম বরমবাবার মেলা শুরু হয়েছে। এ দিন এই মেলার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার সন্ন্যাসী স্বামী মৃণ্ময়ানন্দজি মহারাজ। এ উপলক্ষে মেলা সভাপতি সভাপতি জি এন সিংয়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ বলেন, বরমবাবার মেলাকে নিয়ে গড়ে ওঠা তীর্থস্থানকে ঢেলে সাজাতে সরকার ৮ কোটি টাকা বরাদ্দ করবে। তিনি এই মেলা সহ গোটা এলাকার উন্নয়নে জোর দেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বঞ্চিত ও শোষিত মানুষকে ঐক্যবদ্ধ করার প্রয়াস করেছিলেন বরমবাবা। তিনি সমাজকে আধ্যাত্মিকতায় পূর্ণ করে তুলতে চেয়েছিলেন।
প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মেলার মধ্য দিয়ে সচেতনতা সৃষ্টি করে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। স্বামী মৃণ্ময়ানন্দজি সবার মধ্যে আদর্শ ও চেতনা জাগিয়ে তোলার ওপর জোর দেন। এ দিন সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা, জেলা পরিষদ সদস্য মানব সিং, করিমগঞ্জের জেলা পরিষদ সদস্য আশিস নাথ প্রমুখ।
এ দিন সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক সুবচন গোয়ালা। অন্যদিকে বরমবাবার মেলাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকাকে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মেলাপ্রেমীদের জন্য চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় একটি মেডিক্যাল টিম মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে। এই মেলা তিনি ধরে চলবে।