Barak Updates

বঙ্গ সাহিত্যের একুশের আহ্বান , পড়শির মাতৃভাষার বিকাশেও এগিয়ে আসুন
Banga Sahitta observes International Mother Language Day

২১ ফেব্রুয়ারিঃ শুধু নিজের মাতৃভাষার বিকাশ নয়, পড়শির মাতৃভাষা প্রসারের জন্যও এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শিলচর শহর আঞ্চলিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে সভার সভাপতি সঞ্জীব দেবলস্কর তাঁর বক্তব্যে প্রথম বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, সব জনগোষ্ঠীর মাতৃভাষার বিকাশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সার্থক হয়ে উঠতে পারে।

Rananuj

প্রসঙ্গক্রমে তিনি এই অঞ্চলের ডিমাসা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের বেশি করে সাহিত্য সৃষ্টির আহ্বান জানান। তাঁর সুরে সুর মেলান কেন্দ্রীয় সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য ও জেলা কমিটির সহসভাপতি গৌতমপ্রসাদ দত্ত। সীমান্ত ভট্টাচার্য, সুশান্ত কুমার সেন, আশিস চৌধুরী, প্রদীপ আচার্য প্রমুখ ২১ শে-র প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে, আজকের প্রজন্মকে ভাষা সংগ্রামের ইতিহাস ও মাতৃভাষা দিবসের প্রাসঙ্গিকতা সম্পর্কে সচেতন থাকার ওপরে গুরুত্ব দেন তাঁরা।

শুধু কথায় নয়, গানে-কবিতাতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বঙ্গ সাহিত্য।

Pic Credit:Eagle

বৃহস্পতিবার বঙ্গভবনে এই অনুষ্ঠান হয়। শুরুতে উপস্থিত সবাই শহিদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শহিদ ভাষাসেনানীদের প্রতি। একক সঙ্গীত পরিবেশন করেন আদিত্য দে ও বাপি রায়।

সমবেত গানে অংশ নেন রশ্মি দে, অপরাজিতা ভট্টাচার্য ও কল্লোল দাস। আবৃত্তি করেন হাসনা আরা শেলি। স্বরচিত কবিতা পাঠ করেন মুন্না চক্রবর্তী। বিভিন্ন শিল্পীর সঙ্গে  গিটারে সহযোগিতা করেন পিনাক পাল ও সিদ্ধার্থ সিনহা। তবলায় স্বর্ণজ্যোতি ভট্টাচার্য ও কি-বোর্ডে শুভদীপ আচার্য। সিদ্ধার্থ সিনহা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker