Barak UpdatesBreaking News
রাত সাড়ে এগারোটায় বদরপুর-চাংসারি বিশেষ ট্রেনBadarpur-Changsari special train at 11 PM
৮ ফেব্রুয়ারি: বদরপুর থেকে গুয়াহাটি হয়ে চাংসারি যাতায়াতের জন্য একটি বিশেষ ট্রেন দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। আজ (শুক্রবার) রাত সাড়ে এগারোটায় এটি বদরপুর থেকে রওয়ানা হবে।
শুধু লামডিং, হোজাই, যমুনামুখ, চাপরমুখ ও গুয়াহাটিতে দাঁড়িয়ে ট্রেনটি শনিবার সকাল নয়টায় চাংসারি পৌঁছাবে। আবার এ দিনই বেলা আড়াইটায় বিশেষ ট্রেনটি চাংসারি থেকে যাত্রা শুরু করবে।
বদরপুর পৌঁছাবে রাত একটায়। ট্রেনটিতে ১২টি স্লিপার, ৬টি জেনারেল ও ২টি এসএলআর কামরা থাকবে। মূলত চাংসারিতে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভার জন্যই এই বিশেষ ট্রেন দেওয়া হয়েছে।
The train will have stoppage at Lumding, Hojai, Jamunamukh and Guwahati. It will reach Changsari at 11 AM on Saturday. This special train will start its return journey on Saturday itself at 2.30 in the afternoon.
The train will reach Badarpur at 1 in the night. The special train will have 12 sleeper class, 6 general and 2 SLR coaches.