Barak UpdatesBreaking News

গাঁজা পাচারে করিমগঞ্জে ধৃত বি-টেক পড়ুয়া
B.Tech student arrested for smuggling marijuana

গাঁজা পাচারের অভিযোগে করিমগঞ্জ জেলার চুরাইবাড়িতে ধরা পড়ল ত্রিপুরার যুবক। খোঁজখবর করে পুলিশ জানতে পারে, ধৃত শুভম চক্রবর্তীর বাড়ি ত্রিপুরার সাব্রুমে। উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত সুভারতী বিশ্ববিদ্যালয়ে বি-টেক পড়ছে। এখন পঞ্চম সেমিস্টারের ছাত্র। ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল। ফেরার পথে সঙ্গে নেয় চার প্যাকেট গাঁজা। তিন প্যাকেট ছিল তিনটি কৌটোর মধ্যে। আরেক প্যাকেট পলিথিনে মোড়া।

অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়িতে গুয়াহাটি নৈশবাসে রুটিন তল্লাশির সময় ধরা পড়ে যায়, তার ব্যাগের মধ্যে ১ কিলোগ্রাম গাঁজা। তার দাবি, বন্ধুরা বারবার বলে দেওয়ায় সে এগুলি সংগ্রহ করে। কিন্তু পরিমাণ দেখে পুলিশের সন্দেহ, সে দেরাদুনের কলেজছাত্রদের কাছে গাঁজা বিক্রি করত। পুলিশ জানায়, তার বাবা মানিক চক্রবর্তীকে ফোন করলে তিনি সোজা বলে দেন, ছেলের জামিনের আবেদন করবেন না। পুলিশের কাছেও যাবেন না। ছেলে ৫ দিনের ছুটির কথা বললেও একবারের জন্যও এ বার বাড়ি যায়নি, তিনি পুলিশকে জানিয়েছেন। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে জেলে পাঠিয়ে দেওয়া হয়।

September 27: A youth from Tripura was caught in Churaibari district of Karimganj on charges of smuggling of marijuana. On investigation by the police, it was revealed that the arrested youth Subham Chakraborty is a resident of Sabhrum in Tripura. He is a student of B.Tech in Subharathi University in Dehradoon (Uttarakhand).

Subhan took 5 days leave from his university and went to his house in Tripura. While returning, he carried along with him four packets of marijuana. He hid three packets in three small boxes and wrapped the fourth one in polythene. However, during routine search by the police in the Guwahati bound nightsuper at Churaibari, one kg of marijuana was recovered from his bag. He told police that he collected the marijuana on the request of his friends. But looking at the quantity of marijuana he carried, police is suspecting that he was taking it to sell among the college students at Dehradoon. Police informed that when his father Manik Chakraborty was informed about this incident, he straightway said that he will not move any bail petition for his son. He even declined to visit the police station. He further informed that though he took 5 days leave from his college, yet not for a single moment he went to his house. On Thursday he was produced to the court from where he was taken to judicial custody.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker