Barak Updates
শিলচরে সচেতনতা র্যালি, চৌধুরী চক্ষু হাসপাতালে গ্লুকোমার স্ক্রিনিং বুধবারAwareness rally at Silchar, Glaucoma screening at Silchar on Wednesday
১১ মার্চ : গ্লুকোমা নিয়ে জনগণকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতাল। শহরে এক শোভাযাত্রা বের করে চক্ষু হাসপাতালের সদস্যরা গ্লুকোমার ভয়াবহতা সাধারণ মানুষকে বুঝিয়ে দেন। এ প্রসঙ্গে চৌধুরী হাসপাতালের কর্ণধার হীরেন্দ্র কুমার চৌধুরী বলেন, গ্লুকোমা এমন একটি রোগ, যা প্রাথমিকভাবে কিছুই বোঝা যায় না। এজন্য একে সায়লেন্ট কিলার বলা হয়। এ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সময়মত চিকিৎসা করা। সময়মতো চিকিৎসা করতে হলে প্রাথমিকভাবে রোগনির্ণয় করা খুব জরুরি।
এ ব্যাপারে চিকিৎসক বলেন, চল্লিশোর্ধ্বদের এই রোগের প্রবণতা বেশি থাকে। কারও যদি চশমা নিয়েও মাথা ব্যাথা করে, চশমা নিয়েও অস্বস্তি অনুভব হয়, বা মাথা ঝিমঝিম করে তবে অবশ্যই গ্লুকোমার পরীক্ষা করা উচিত। তিনি বলেন, অত্যাধুনিক উপায়ে রোগ নির্ণয়ের সমস্ত যন্ত্রপাতি শিলচরে বর্তমান রয়েছে। তিনি জানান, ১৩ মার্চ, বুধবার শিলচরের চৌধুরী হাসপাতালে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিনামূল্যে গ্লুকোমা স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। তবে এজন্য সোম বা মঙ্গলবার হাসপাতালের রিসেপশন কাউন্টারে নাম লেখাতে হবে। তিনি বলেন, ক্যাটারেক্টের পর গ্লুকোমা অন্ধত্বের দ্বিতীয় সর্বোচ্চ কারণ। তাছাড়া গ্লুকোমা হলে আর চোখের দৃষ্টি কোনওভাবেই ফিরিয়ে আনা যায় না। ফলে তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, এটিকে প্রতিরোধ করা যায়, কিন্তু একবার হয়ে গেলে তা আর ভাল করা যায় না।
প্রসঙ্গত, রবিবার শিলচর শিলংপট্টির মহিলা কলেজ সংলগ্ন চৌধুরী চক্ষু হাসপাতাল থেকে এক সচেতনতা র্যালি শিলচরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। এই র্যালিতে চক্ষু হাসপাতালের সদস্য ছাড়াও শিলচর রেডক্রস হাসপাতাল ও নারী শিক্ষাশ্রমের সদস্যরা অংশ নিয়েছেন।