Barak UpdatesBreaking News

শিলচর মহিলা কলেজে করোনা ভাইরাস সতর্কতা
Awareness programme on Coronavirus held at Women’s College

১২ মার্চ: করোনা ভাইরাসের বিষাক্ত ছোবল থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বুধবার সে বিষয়ে এক সচেতনতা সভার আয়োজন করে শিলচর মহিলা কলেজের এনএসএস শাখা। সহযোগিতায় ছিল কলেজের স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টার।

প্রজেক্টরের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরে বক্তৃতা করেন লায়ন সুভাষচন্দ্র চৌধুরী। তিনি বলেন, করোনা ভাইরাস মূলত চিন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সেই ভাইরাসটির সৃষ্টি পশুদেহ থেকে।

ছাত্রীদের উদ্দেশ্যে তিনি জানিয়ে দেন, সতর্কতাই মূল অস্ত্র। কোনও রকম শারীরিক অসুস্থতা অনুভব করলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷  সবক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা চাই৷ খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে৷ ছাত্রীদের তিনি এও বলেন, কোনও রকমের ভ্রান্তিমূলক খবর বিশ্বাস না করে সরকারি যে সকল ওয়েবসাইট রয়েছে সেই তথ্যগুলোর উপরেই ভরসা রাখা জরুরি।

অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজের সেন্টার ফর এক্সটেনশন এডুকেশন শাখার ব্যানারে আয়োজিত ওমেন্স হার্ট বিষয়ক বক্তৃতায় সুভাষ চৌধুরী মানুষের হৃদয় যন্ত্রের নানা সমস্যার কথা ছাত্রীদের এবং কলেজ শিক্ষক-শিক্ষিকাদের জানান। বলেন, বেশি করে চর্বি জাতীয় খাবার এবং অনিয়মিত শরীরচর্চার দরুন বর্তমান সমাজে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট ফেল-এর সম্ভাবনা ক্রমাগত বেড়ে চলেছে৷

কীভাবে নিজের হৃদয়কে সুস্থ রেখে রোগমুক্ত জীবন যাপন করা যায় সে সম্পর্কে গুরুত্ব দিয়ে ছাত্রীদের বলেন, প্রসেসড ফুড, ফাস্টফুড, খোলা এবং ফ্রাইড খাবার-দাবার এড়িয়ে চললে বিভিন্ন ধরনের হৃদয়জনিত রোগ থেকে দূরে থাকা যাবে।

অনুষ্ঠানের প্রারম্ভে কলেজের অধ্যক্ষ ড. মনোজ কুমার পাল গোটা বিশ্বে ছড়িয়ে থাকা করোনা ভাইরাস, হার্ট অ্যাটাক এবং অন্যান্য রোগ যেমন টিউবরকুলোসিস এই সকল রোগে কীভাবে প্রতিমুহূর্তে মানুষ মারা যাচ্ছেন সে বিষয়ে আলোকপাত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker