Barak UpdatesIndia & World UpdatesBreaking News

Avoid going to bank if unless necessary: Officers Association
জরুরি না হলে ব্যাঙ্কে যাবেন না, অফিসার্স সংস্থার অনুরোধ

২০ মার্চ: ব্যাঙ্কে গিয়ে যেন ভিড় না হয়, সে জন্য কাছাড় জেলায় ব্যাঙ্কের কাজকর্ম সকাল ১০টার বদলে ৯টায় শুরু করতে নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক৷ শুক্রবার স্টেট ব্যাঙ্ক অফিসার্স সংস্থা জানিয়েছে, করোনা সতর্কতার সময় গ্রাহকরা যেন সাধারণ প্রয়োজনে ব্যাঙ্কে না ছোটেন৷ এখন ব্যাঙ্কের অধিকাংশ কাজকর্ম ঘরে বসেই করা সম্ভব৷

করোনা সতর্কতার অঙ্গ হিসাবে ওইসব সেবার জন্য ব্যাঙ্কে না যেতেই তাঁরা গ্রাহকদের অনুরোধ করেছেন৷ উদাহরণ হিসাবে বলা হয়েছে, পাসবুক প্রিন্টিং, ব্যাঙ্ক ব্যালান্স দেখা ইত্যাদি কাজে ব্যাঙ্কে না যাওয়ার প্রয়োজন পড়ে না৷ এমনকী, টাকা জমা করা, টাকা তোলা, টাকা পাঠানোরও বিকল্প ব্যবস্থা রয়েছে৷ এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা গ্রহণই সকলের জন্য মঙ্গল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker